কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মিথিলার ‘নীতিশাস্ত্র’
নিশি রহমান | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২২, ০১:৪০

আজকাল যেন উৎসবে মেতে উঠলেন মিথিলা। মুক্তির আগেই তার টালিউড সিনেমা একের পর এক উৎসবে অংশ নিচ্ছে। গত শনিবার (১০ ডিসেম্বর) শুরু হওয়া ‘তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব’-এ প্রদর্শিত হচ্ছে তার প্রথম টালিউড সিনেমা ‘মায়া’।
এবার মিথিলা জানালেন, ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেয়েছে তার অভিনীত টালিগঞ্জের সিনেমা ‘নীতিশাস্ত্র’। সিনেমাটি নির্মাণ করেছেন টালিগঞ্জের নির্মাতা অরুণাভ খাসনবিশ। সিনেমার চার গল্পের ‘ঘী’ নামে এক গল্পে চিকিৎসকের চরিত্রে অভিনয় করেছেন মিথিলা।
১৫ থেকে ২২ ডিসেম্বর অনুষ্ঠিত এ চলচ্চিত্র উৎসবে ১৬ ডিসেম্বর বিকেল পাঁচটায় নজরুল তীর্থে ও ১৯ ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় রবীন্দ্রসদনে প্রদর্শিত হবে সিনেমাটি।
চলতি বছরের জুনে সিনেমা হলে মুক্তি পেয়েছে মিথিলা অভিনীত ঢাকার সিনেমা ‘অমানুষ’। এতে মিথিলার বিপরীতে অভিনয় করেছেন নিরব। ছবিটি পরিচালনা করেন অনন্য মামুন।
উচ্ছ্বাস প্রকাশ করে মিথিলা বললেন, ‘এটা খুব আনন্দের একটা বিষয় যে কলকাতায় আমার যে ছবিগুলোর কাজ সম্পন্ন হয়েছে, সেগুলো অবশেষে মুক্তির মিছিলে এলো। মুক্তির আগেই বিভিন্ন উৎসবে প্রদর্শিত হচ্ছে। আগামীতে প্রেক্ষাগৃহেও মুক্তি পাবে। তবে ছবিগুলো যে সমালোচকদের প্রশংসা পাচ্ছে, মানুষ আমার পারফরম্যান্স পছন্দ করছেন, সেটাতেই আমি ভীষণ খুশি।’
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।