‘কানতারা’র প্রশংসায় হৃতিক রোশন

নিশি রহমান | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২২, ০৩:৩৭

হৃতিক রোশন

এ বছরে কন্নড় ইন্ডাস্ট্রি থেকে মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘কানতারা’ রীতিমতো ঝড় তুলেছে ভারতে। শুধু ভারত নয়, বিশ্বজুড়েই প্রশংসিত হচ্ছে সিনেমাটি। আয়ের দিক থেকেও রেকর্ডের পর রেকর্ড গড়েছে কানতারা। ভারতের স্বনামধন্য তারকারা ’কানতারা’ দেখে এর প্রশংসায় পঞ্চমুখ। এবার সেই দলে যোগ দিলেন বলিউড সুপারস্টার হৃতিক রোশনও। 

গতকাল টুইটার অ্যাকাউন্টে হৃতিক সিনেমাটির প্রশংসা করে টুইট করেছেন। টুইট বার্তায় তিনি লিখেছেন, “কানতারা দেখে অনেক কিছু শিখলাম। ঋষভ শেঠির দৃঢ়বিশ্বাসের শক্তি এই সিনেমাটিকে অসাধারণ করে তুলেছে। দুর্দান্ত গল্প বলার ভঙ্গি, পরিচালনা এবং অভিনয় কানতারাকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। সিনেমাটির শেষের দিকের রূপান্তর আমাকে মুগ্ধ করেছে। চমৎকার ক্লাইম্যাক্স।  ‘কানতারা’ টিমের প্রতি সম্মান ও প্রশংসা জানাই। ”

কানতারার প্রশংসা এর আগেও বলিউডের অনেক তারকা করেছেন। অমিতাভ বচ্চন থেকে শুরু করে আমির খান ও পরিচালক অনুরাগ কাশ্যপ, সবাই কানতারাকে বছরের সেরা চলচ্চিত্র হিসেবে দেখছেন। মাত্র ১৬ কোটি রুপির বাজেটে নির্মিত কানতারা বিশ্বব্যাপী ৪০০ কোটি রুপি আয় করেছে, যা রীতিমতো চমকে দিয়েছে সবাইকে। কর্ণাটক রাজ্যে মোট দর্শকের সংখ্যার ক্ষেত্রে ‘কেজিএফ চ্যাপ্টার ২’কে পরাজিত করে শীর্ষে অবস্থান করছে ‘কানতারা‘ ।

কানতারার প্রধান ভূমিকায় অভিনয় করেছেন ঋষভ শেঠি। তিনিই সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন। এতে আরো অভিনয় করেছেন- কিশোর, সপ্তামী গৌড়া, মানসী সুধীর, অচ্যুত কুমার প্রমুখ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top