চঞ্চল চৌধুরীর বাবা মারা গেছেন

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২২, ১৩:০৮

অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরী (৯০) মারা গেছেন। রাধা গোবিন্দ চৌধুরী কর্মজীবনে স্কুল শিক্ষক ছিলেন।

মঙ্গলবার সন্ধ্যা ৭.৫০ মিনিটে রাজধানীর গ্রীণ লাইফ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অভিনেতা চঞ্চলের বাবার মৃত্যুর খবরটি জানিয়েছেন অভিনেত্রী শাহানাজ খুশি।

তিনি বলেন, দুই সপ্তাহ দিন ধরে চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরী হাসপাতালের ভর্তি ছিলেন। তার চিকিৎসা চলছিল আইসিইউতে। মঙ্গলবার সন্ধ্যায় স্ট্রোক করে মারা যান।

শাহানাজ খুশি বলেন, বুধবার (২৮ ডিসেম্বর) চঞ্চলের নিজ এলাকা পাবনার সুজানগর উপজেলার কামারহাট নিজ এলাকায় তার বাবার শেষকৃত্য সম্পন্ন হবে।

আরও পড়ুন: মেট্র্রোরেলের যাত্রীদের সেবায় নামানো হচ্ছে বিআরটিসির ৩০ টি দ্বিতল বাস

এর আগে বার্ধক্যের কারণে হাসপাতালে ভর্তি হন রাধা গোবিন্দ চৌধুরী। গত দুই সপ্তাহ ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top