বিনোদন অঙ্গনে গেল ছয় দিনেই তিন বিচ্ছেদ!
নিশি রহমান | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৩, ০০:৫৩

২০২২ সালে শোবিজে আলোচিত এবং সমালোচিত অনেক ঘটনাই গণমাধ্যমের শিরোনাম হয়েছে। গেল বছরে বিয়ে করেছেন বিনোদন অঙ্গনের প্রায় ১৫ জনের মতো তারকা। তবে অন্যান্য বছরের চেয়ে বছরটিতে অনেকাংশেই কমেছে বিচ্ছেদের হার। তবে এবার এ অঙ্গনে ছয় দিনে মাত্র ৩টি বিচ্ছেদের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: মৃণাল সেনের বায়োপিকে চঞ্চল চৌধুরীর বিপরীতে কে এই মনামী?
বছরের শেষে ২৬ ডিসেম্বর বিচ্ছেদের খবর আসে অভিনেত্রী জিনাত সানু স্বাগতার। চিত্রগ্রাহক রাশেদ জামানের সঙ্গে সাত বছর প্রেম, ছয় বছর সংসারের সমাপ্তি ঘটে দুই বছর আগে। ভাঙনের বয়সও এক বছর হলো! গেল ২৫ ডিসেম্বর গণমাধ্যমে খবরটি নিশ্চিত করলেন অভিনেত্রী নিজেই।
স্বাগতার বিচ্ছেদের খবরের রেশ যেতে না যেতেই দুই দিন পরে ২৮ ডিসেম্বর শোনা যায়, বিচ্ছেদ হয়েছে পরিচালক শিহাব শাহীন ও অভিনেত্রী জাকিয়া বারী মমর। দীর্ঘ দিন প্রেম করার পর ২০১৫ সালের ২০ নভেম্বর জাকিয়া বারী মম ও নির্মাতা শিহাব শাহীনের বিয়ে হয়। এটি মমর তৃতীয় বিয়ে হলেও শাহীনের দ্বিতীয় বিয়ে ছিল। চুপিসারে চার বছর সংসার করার পর ২০১৯ সালের ২০ নভেম্বর চতুর্থ বিয়ে বার্ষিকী উদযাপনের ছবি প্রকাশ করে একে অপরকে শুভেচ্ছা জানিয়ে বিয়ের খবর সামনে আনেন।
শাহীন-মম এর বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার দুই দিন পরই গত শুক্রবার রাতে পরীমনি ফেসবুকে জানান, চিত্রনায়ক রাজের সঙ্গে তিনি আর থাকছেন না। তবে তাদের এখনো আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়নি।
এছাড়াও শাকিব খান ও চিত্রনায়িকা বুবলীর বিচ্ছেদের গুঞ্জন রয়েছে শোবিজে। শাকিবের ভাষ্য অনুযায়ী- তাদের মধ্যে কোনো ধরনের যোগাযোগ নেই, বুবলী তার অতীত। যদিও বিবাহবিচ্ছেদর বিষয়ে পরিস্কার করে কিছু বলেননি এই দুই তারকা।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।