পরীর গডফাদারদের দেখতে চান রাজ

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৩, ১১:১৬

শরিফুল রাজ

বছরের শুরুতেই আবার নতুন করে আলোচনায় এলেন পরীমনি। স্বামী শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদ ইস্যু নিয়ে চলছে নানা কথা। রাজের সঙ্গে আর থাকতে চান না জানিয়ে মন্তব্য করলেও কয়েকদিন চুপ ছিলেন রাজ। তবে এবার তিনিও মুখ খুললেন।

গণমাধ্যমকে রাজ বলেন, ‘মাই বেডরুম ইজ প্রাইভেট, ভেরি প্রাইভেট। নট ফর পাবলিক। বাট আমার বেডরুম নিয়ে সবাই মজা নিচ্ছে এখন। পরী এখন যা করছে বা তার যা মন চায় করুক। তবে এটুকু স্পষ্ট করি, আমি কোনও ভুল করিনি। এবং আমাদের আর এক হওয়া হবে না।’

আরও পড়ুন: সিনেমা নিয়ে সমালোচনা করলে সাইবার ক্রাইমের আওতায় আনা হবে: শাহীন সুমন

সে কথার পর সম্ভবত পরীর কাছ থেকে ভালো জবাব পাননি রাজ। আর সে কারণেই হয়তো মঙ্গলবার (৩ জানুয়ারি) ভোর ৪টা ৪৮ মিনিটের দিকে রাজ তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে লিখেছেন, ‘হ্যালো গডফাদারস অ্যান্ড গং। আই ওয়ান্ট টু নো ইউ গাইজ। আই লিভ ইন ঢাকা, আই উড লাভ টু চিয়ার্স।’

রাজের পোস্ট দেখে মনে হচ্ছে তিনি হয়তো হুমকি পেয়েছেন বা পাচ্ছেন। তার জবাবেই এসব কথা লিখেছেন। এবং সেই উড়ো হুমকিদাতাদের সরাসরি দেখেও নিতে চান রাজ।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top