অভিমান ভেঙ্গে দুবাই যাচ্ছেন রাজ-পরী

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২৩, ০৫:৪৩

পরীমণি ও শরিফুল রাজ

কিছুদিন ধরে শোবিজে সবচেয়ে আলোচিত ছিল পরীমণি ও শরিফুল রাজের বিচ্ছেদের খবর। ফেসবুক পোস্ট এবং গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দুজন শুরুতে আলাদা হয়ে যাওয়ার কথা বললেও এরইমধ্যে তাদের সম্পর্কে জোড়া লেগেছে। ৩ জানুয়ারি থেকে একসঙ্গেই আছেন রাজ-পরী।

এবার রাজ-পরীর দুবাই যাওয়ার তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুবাইয়ের আজমানে বসতে যাওয়া ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন রাজ-পরী। এই আয়োজনে অংশ নিতে যাচ্ছেন রাজ-পরীসহ ঢাকাই সিনেমার একঝাঁক তারকা।

আরও পড়ুন: এবার শাকিবের বিপরীতে কাজল নাকি বিদ্যা বালান?

প্রবাসে বসবাসরত বাঙালি রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে আয়োজিত হচ্ছে এই ইভেন্ট। তাদের আড়ালে থাকা কাজগুলো সামনে আনতেই এই আয়োজন। বেশ কয়েকটি ক্যাটাগরিতে রিয়েল হিরো সম্মাননা দেওয়া হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top