• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


রাশমিকার চেয়ে বেশি পারিশ্রমিক দাবি করেছেন জাহ্নবী

নিশি রহমান | প্রকাশিত: ৯ জানুয়ারী ২০২৩, ২২:৩৯

রাশমিকা মান্দানা ও জাহ্নবী কাপুর

দক্ষিণি তারকারা যেমন হিন্দি সিনেমায় অভিনয় করছেন, ঠিক তেমনি বলিউড তারকাদেরও দেখা যাচ্ছে দক্ষিণি সিনেমায় অভিনয় করতে। গত বছর ম্রুণাল ঠাকুর অভিনীত ‘সীতা রাম’ সুপারহিট ব্যবসা করে। এরপরই হিন্দি সিনেমার অভিনেত্রীদের প্রতি আলাদা আগ্রহ তৈরি হয়েছে দক্ষিণি প্রযোজকদের। তাঁদের আগ্রহের তালিকায় যে কয়েকজন হিন্দি সিনেমার অভিনেত্রী আছেন, তাঁদের মধ্যে অন্যতম জাহ্নবী কাপুর। তবে ঝামেলা লেগেছে অভিনেত্রীর পারিশ্রমিক নিয়ে। তেলেগু সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার চেয়ে বেশি পারিশ্রমিক দাবি করেছেন জাহ্নবী।

আরও পড়ুন: নেইমারের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন পর্তুগিজ অভিনেত্রী মার্গারিদা

আগেই জানা গেছে, এনটিআর জুনিয়ারের নতুন সিনেমায় দেখা যাবে জাহ্নবীকে, বিজয় দেবারকন্ডাকে নিয়ে পুরী জগন্নাথ যে নতুন সিনেমা বানাচ্ছেন, সেখানেও দেখা যাবে জাহ্নবীকে। এ ছাড়া আল্লু অর্জুনের পরের সিনেমাতেও দেখা যেতে পারে জাহ্নবী কাপুরকে।

জাহ্নবী কাপুরএর আগে বিভিন্ন সাক্ষাৎকারে দক্ষিণি সিনেমায় অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছিলেন অভিনেত্রী জাহ্নবী। তাঁর প্রতি বড় প্রযোজকের আগ্রহে তার সে ইচ্ছা দ্রুতই পূরণ হতে পারে। কিন্তু দক্ষিণের সিনেমায় অভিনয়ের জন্য অনেক বেশি পারিশ্রমিক দাবি করেছেন তিনি।

দক্ষিণ ভারত, বিশেষ করে তামিল, তেলেগু সিনেমা বেশির ভাগ অভিনেত্রী ১ থেকে ২ কোটি রুপি পারিশ্রমিক পেয়ে থাকেন। যাঁরা বেশি জনপ্রিয়, স্বভাবতই তাঁদের পারিশ্রমিক হয় আরও বেশি। এই যেমন রাশমিকা মান্দানা পান ৫ কোটি রুপি। নতুন খবর অনুযায়ী, জাহ্নবী যে অর্থ দাবি করেছেন, সেটি রাশমিকার পারিশ্রমিকের চেয়ে বেশি।

রাশমিকা মান্দানা গত বছর ‘সীতা রাম’-এ অভিনয়ের জন্য ম্রুণাল ঠাকুর পেয়েছিলেন ১ কোটি রুপি। দক্ষিণি প্রযোজকেরা ভেবেছিলেন, জাহ্নবীকেও হয়তো তেমন পারিশ্রমিকেই পাওয়া যাবে। তবে তিনি বেঁকে বসায় দক্ষিণি সিনেমায় তাঁর অভিষেক নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top