আলাদা হলেন ইন্দ্রনীল-বরখা !

ফারহানা মির্জা | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৩, ০০:১২

ছবি:সংগৃহিত

অনেক দিন ধরে জল্পনা চলছিল ১৩ বছরের দাম্পত্যে ইতি টানতে চলেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত ও বরখা বিশত সেনগুপ্ত। সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমনের কারণেই নাকি চিড় ধরেছে সম্পর্কে। টালিপাড়ার মিষ্টি নায়িকাকেই নাকি কাছের মানুষ করে বসেন ইন্দ্রনীল। সেখান থেকেই সম্পর্কে ছন্দপতন। তা নিয়ে কম তোলপাড় হয়নি সেই সময়।

ইন্দ্রনীলকে বিবাহবিচ্ছেদের চিঠি পাঠিয়েছেন অভিনেত্রী। তিন বছর ধরে নাকি আলাদা থাকছিলেন তারা। তবে এবার শুধু সময়ের অপেক্ষা। খুব শিগগিরই বিবাহবিচ্ছেদ হতে চলেছে তাদের, জানান বরখা। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ, আমাদের ডিভোর্সটা খুব শিগগিরই হতে চলেছে। এটা আমার জীবনের অন্যতম কঠিন সিদ্ধান্ত ছিল।’ যদিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র এখনও স্বামীর পদবি ব্যবহার করছেন বরখা। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বরখা বলেন, ‘আমি এখনও আমার স্বামীর পদবি নামের সঙ্গে ব্যবহার করছি। কারণ, কাগজে-কলমে আমরা এখনও স্বামী-স্ত্রী। যতদিন বিবাহিত থাকব, ততদিন এটি ব্যবহার করব। আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হলে নাম পরিবর্তন করব।’

বরখা ও ইন্দ্রনীলের ১১ বছরের কন্যা রয়েছে। সে অবশ্য মায়ের সঙ্গেই থাকে। মাঝে মাঝে বাবার সঙ্গে সময় কাটাতেও দেখা যায় তাকে। দুজনে একসঙ্গে না থাকলেও মেয়ের প্রতি কর্তব্যে অবহেলা করেননি কেউই।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top