বাবা হলেন হ্যারি পটার
ফারহানা মির্জা | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৩, ০০:৩০

ড্যানিয়েল র্যাডক্লিফ যে বাবা হতে চলেছেন সেই খবর আগেই পাওয়া গিয়েছিল। সম্প্রতি তাকে নিউ ইয়র্কের রাস্তায় প্রেমিকার সঙ্গে দেখা গেছে, সঙ্গে তাদের সন্তান। সন্তানের প্র্যাম হাতে হাঁটতে দেখা গেছে অভিনেতাকে। এতেই জানা গেল পৃথিবীতে এসেছে তার সন্তান।
প্রেমিকা এরিন ডার্কের সঙ্গে এক দশকেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন ড্যানিয়েল র্যাডক্লিফ। ২০১৩ সালে ‘কিল ইয়োর ডার্লিংস’ ছবিতে প্রথম বার একসঙ্গে কাজ করেন ড্যানিয়েল ও এরিন। ওই ছবির সেটেই বন্ধুত্ব থেকে প্রেম। তারপর কেটে গিয়েছে প্রায় এক দশক। নিজেদের সম্পর্ককে ব্যক্তিগত পরিসরে রাখতেই পছন্দ করেন এই যুগল।
‘হ্যারি পটার’-এর মতো জনপ্রিয় সিরিজে অভিনয় করে সিনেপ্রেমীদের কাছে ব্যাপক পরিচিত মুখ ড্যানিয়েল। অন্যদিকে, ড্যানিয়েলের জনপ্রিয়তার ধারে কাছে না থাকলেও হলিউডে নিজের স্বতন্ত্র জায়গা তৈরি করেছেন আমেরিকান অভিনেত্রী এরিন ডার্ক। এরিন ডার্ক অভিনয় করেছেন ‘গুড গার্লস রিভল্ট’, ‘বিসাইড স্টিল ওয়াটার্স’, ‘মুনশাইন’-এর মতো ছবি এবং সিরিজে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।