আরিয়ানের নির্দেশনায় শাহরুখ
ফারহানা মির্জা | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৩, ০৫:২০

নিজস্ব পোশাকের ব্র্যান্ড লঞ্চ করেছেন আরিয়ান খান। ব্র্যান্ডের নাম রেখেছেন ‘ডি’ইয়াভল এক্স’। সেই বিজ্ঞাপনেই তিনি পরিচালক হয়ে আত্মপ্রকাশ করলেন। বাবা-ছেলেকে এক ফ্রেমে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরাও।
কেউ লিখেছেন, ‘এক ভিডিওতে দুজনকে দেখে মন ভরে গেল’। কারও মতে, ‘আমি জানি না কেন ও (আরিয়ান) অভিনেতা হতে চায় না। ওকে পর্দায় দুর্দান্ত দেখাচ্ছে’। কেউ লিখেছেন, ‘এ যেন অবিকল শাহরুখ’। এক কথায়, আরিয়ানের কাজের প্রশংসায় ভাসছে নেট দুনিয়া।
ছেলে নিজের ব্র্যান্ড লঞ্চ করল, আর তার মুখ যে শাহরুখই হবেন তা প্রত্যাশিত ছিল। তবে সবাইকে চমকে দিয়ে শাহরুখ জানালেন, ‘ডি’ইয়াভল এক্স’-এর প্রথম বিজ্ঞাপন পরিচালনাও করেছেন আরিয়ান নিজেই। শুধু তা-ই নয়, নিজের প্রথম কাজে বলিউড বাদশাহকে ‘অ্যাকশন’ বলারও সুযোগ পেয়েছেন তিনি।
শুটিং সেট থেকে আরিয়ানের ছবিও পোস্ট করেছেন বলিউডের বাদশা। যেখানে দেখা যায়, মনিটরের সামনে একদৃষ্টে তাকিয়ে জুনিয়র খান। মন দিয়ে শট পরীক্ষা করছেন তিনি। অন্যদিকে আলো-আঁধারিতে দাঁড়িয়ে শাহরুখ।
গেলো বছরের শেষ দিকে সামাজিকমাধ্যমে একটি স্ক্রিপ্টের ছবি পোস্ট করেন আরিয়ান খান। ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, চিত্রনাট্য লেখার কাজ শেষ হয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।