যেসব হলে দেখা যাচ্ছে রণবীরের ‘অ্যানিম্যাল’
শাকিল খান | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৩, ১৭:৫০
রণবীর কাপুর-রাশমিকা মান্দানা অভিনীত সিনেমা ‘অ্যানিমেল’। গত ১ ডিসেম্বর বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পায় এটি। একই দিনে বাংলাদেশে মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে যায়। পরে আজ বৃহস্পতিবার থেকে দেশের ৪৮টি সিনেমা হলে দেখা যাচ্ছে বহুল আলোচিত এই সিনেমাটি।
এদিকে, ওটিটিতেও আসছে ‘অ্যানিম্যাল’। ২০২৪ সালে জানুয়ারির দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে এটি।
ভারতে সাধারণত কোনো সিনেমা মুক্তির ৪৫ থেকে ৬০ দিন পর সেটি ওটিটিতে আসে। এই হিসাবে সংক্রান্তি উৎসবকেই বেছে নিয়েছেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা ও নেটফ্লিক্স কর্তৃপক্ষ। একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ১৩ কিংবা ১৪ জানুয়ারি ওটিটিতে মুক্তি পেতে পারে ‘অ্যানিম্যাল’।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।