শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

জয়ার সঙ্গে কাজের অনুভূতি জানালেন পঙ্কজ ত্রিপাঠী

শাকিল খান | প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৩, ১৫:৪৬

ছবি: সংগৃহীত

শুক্রবার (৮ ডিসেম্বর) হিন্দি সিনেমায় অভিষেক হয়েছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের। ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে মুক্তি পাওয়া ‘কড়ক সিং’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন জয়া।

অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী। সিনেমায় তার সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায় জয়া আহসানকে। ট্রেলার মুক্তির পরই দৃশ্যটি দর্শকের নজর কাড়ে। এবার এই দৃশ্যে অভিনয় নিয়ে কথা বললেন পঙ্কজ ত্রিপাঠী।

তিনি বলেন, ‘এই প্রথম আমি এই ধরনের দৃশ্যে অভিনয় করলাম। তবে কোনো রকম প্রস্তুতি নিইনি। পেশাদার অভিনেতা হিসেবে আমি শুধুই নিজের সহ অভিনেতার স্বচ্ছন্দের কথা মাথায় রেখেছি। কোনো রকম অসুবিধা হয়নি। দৃশ্যটি খুবই নান্দনিকভাবেই শুট করা হয়েছে। সেখানে কথোপকথনও খুব সুন্দর।’

‘কড়ক সিং’ সিনেমার গল্পে দেখানো হয়েছে ত্রিপাঠী অ্যামনেশিয়ায় আক্রান্ত অর্থনৈতিক দুর্নীতি বিভাগের একজন কর্মকর্তা। কিন্তু হঠাৎ করে তিনি হাজির হন হাসপাতালে। এরপর তাকে পাওয়া যায় নানা ধরনের নাশকতামূলক কাজেও। মূলত তাকে নিয়েই চিত্রনাট্য এগিয়েছে।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top