শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

ভারতে সবার শীর্ষে কিয়ারা আদভানি

শাকিল খান | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৩, ১৪:৪৫

ছবি: সংগৃহীত

সম্প্রতি হিন্দি সিনেমায় যে কয়েকজন অভিনেত্রী ধারাবাহিকভাবে সফল হয়েছেন, কিয়ারা আদভানি তার অন্যতম। মাত্র ৯ বছরের ক্যারিয়ারেই বলিউডের শীর্ষ অভিনেত্রী হয়ে উঠেছেন তিনি।

ভারতীয় অভিনয়শিল্পীদের মধ্যে কিয়ারা গুগলে সার্চ তালিকায় সবার ওপরে রয়েছেন। ২০১৪ সালে কমেডি সিনেমা ‘ফাগলি’ দিয়ে হিন্দি সিনেমায় অভিষেক হয় তার। ছবিটি বক্স অফিসে তেমন ভালো করতে পারেনি, ১২ কোটি ২৮ লাখ রুপি আয় করে ফ্লপ তকমা পায়।

দুই বছর অবশ্য ‘এম এস ধোনি- দ্য আনটোল্ড স্টোরি’ দিয়ে সাফল্য পান। ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জীবন নিয়ে নির্মিত ছবিটিতে ছোট একটি চরিত্রে অভিনয় করেন কিয়ারা। ছবিটি ১৩৩ কোটি রুপি আয় করে।

২০১৭ সালে রোমান্টিক থ্রিলার ‘মেশিন’-এ অভিনয় করেন কিয়ারা। ছবিটি আয় করে মাত্র ৩ কোটি রুপির কিছু বেশি। এর পরের বছরই ব্যাপকভাবে আলোচনায় আসেন অভিনেত্রী। সেটা অবশ্য সিনেমা নয়, ওটিটিতে মুক্তি পাওয়া অ্যান্থলজি সিনেমা ‘লাস্ট স্টোরিজ’ দিয়ে।

তবে কিয়ারা সবচেয়ে আলোচনায় আসেন ‘শেরশাহ’ সিনেমায় অভিনয় করে। এ সিনেমায় অভিনয় করে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে প্রণয়ের জালে ধরা পড়েন। এই প্রণয় থেকেই পরিণয়ে আবদ্ধ হন এ বছর।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top