৬০-এ পারফেকশনিস্ট আমির খান

রায়হান রাজীব | প্রকাশিত: ১৪ মার্চ ২০২৪, ১৫:২১

ছবি: সংগৃহীত

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের জন্মদিন আজ বুহস্পতিবার। ৫৯ পেরিয়ে ৬০ বছরে পা দিলেন ‘রাজা হিন্দুস্থানি’ তারকা। ১৯৬৫ সালের ১৪ মার্চ তার জন্ম হয়েছিল মুম্বাইয়ের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। আমির খানের বাবার নাম তাহির হোসেন, মা জিনাত হোসেন।

বলিউডের নিখুঁত অভিনেতা হিসেবে পরিচিত তিনি। চলচ্চিত্রে নিত্য নতুন চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়ার মুন্সিয়ানা দেখিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত।

গত তিন দশক ধরে বলিউড মাতিয়ে রাখার কাজটি করে যাচ্ছেন সদর্পে। যে কোনো চরিত্রে মানানসই এই অভিনেতা। তার অভিনয় দক্ষতার জন্য বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ উপাধিটিও অর্জন করে নিয়েছেন।

১৯৭৩ সালে ‘ইয়াদো কি বারাত’ ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন আমির খান। ১৯৮৮ সালে ‘কেয়ামত সে কেয়ামত তাক’ ছবির মাধ্যমে তাঁর খ্যাতি ছড়িয়ে যায়।

এরপর ‘দিল’, ‘জো জিতা ওহি সিকান্দার’, ‘রাজা হিন্দুস্তানি’, ‘সারফারোশ’, ‘মান’, ‘লগান’, ‘রঙ দে বাসন্তি’, ‘দিল চাহতা হ্যয়’, ‘তারে জামিন পার’, ‘গজনী’, ‘থ্রী ইডিয়টস’, ‘পিকে’, দঙ্গলসহ অসংখ্য জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিন আমির খানকে পরিচয় দেয় বলিউডের শন পেন হিসেবে। ব্রিটিশ পরিচালক আলফ্রেড হিচককের ভক্ত আমির খান।

 

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top