আসছে ঈদে নির্মাতার ভূমিকায় জিয়াউল হক পলাশ!
রাশেদ রাসেল | প্রকাশিত: ২০ মার্চ ২০২৪, ১৩:২৪
অভিনেতা হিসেবে সুপরিচিত হলেও মনে-প্রাণে একজন নির্মাতা জিয়াউল হক পলাশ । আর তাই সুযোগ পেলে তার সদ্ব্যবহার করতে কখনো দেরি করেন না তিনি। এবারের ঈদেও নিজের নির্মিত নাটক উপহার দিতে চলেছেন ‘কাবিলা’ খ্যাত পলাশ।
এর আগেও জিয়াউল হক পলাশ একাধিক নাটক, টিভিসি ও গান ভিডিও বানিয়েছেন। যেগুলোর মাধ্যমে নির্মাতা হিসেবে নিজ প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি।পলাশ নির্মিত এবারের ঈদে নাটকটির নাম ‘সন্ধ্যা ৭টা’।
নাটকটি গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত। ‘সন্ধ্যা ৭টা’য় গ্রামে অনেক কিছু ঘটে। তেমন এক সত্য ঘটনার আলোকে নাটকটি নির্মাণ করেছেন অভিনেতা পলাশ। তিনি জানান, অনেক আগের পত্রিকায় একটি ঘটনা জানতে পারেন তিনি। গল্পের থিম সেখান থেকে নেয়া। নাটকটির চিত্রনাট্য করেছেন কাজল আরেফিন অমি।
নিজের নির্মিত নাটকে অভিনয় করেননি পলাশ। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্মাণের পূর্ণ মনোযোগ দিতে অভিনয় করিনি, নির্মাণ অভিনয় একসঙ্গে করলে যেন কাজে বিঘ্ন না ঘটে। তবে নিজের ডিরেকশনে ‘একটু খানি’ ও ‘ফ্রেন্ড উইথ বেনিফিট’-এ ছোট্ট চরিত্রে করেছি, তাও উপায় না দেখে।’
এবারই প্রথম পলাশের পরিচালনায় অভিনয় করেছেন পলাশের ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের সহ- অভিনেত্রী পারসা ইভানা। নির্মাতা পলাশের সঙ্গে কাজ করার অনুভূতি জানিয়ে ইভানা বলেন,’ অভিনেতা পলাশ ও ডিরেক্টর পলাশের মধ্যে আকাশ-পাতাল তফাৎ। কাজ না করলে এটা কেউ বুঝবে না। ইভেন আমিও আগে বুঝিনি। রাতের পর রাত সে না ঘুমিয়ে সে যেভাবে কাজ করেছে এটা একেবারে নিবেদিত প্রাণ কেউ ছাড়া পারবে না। গল্পে সে আমাকে অন্যরকম ভাবে প্রেজেন্ট করেছে। আমরা সবাই ভালো করার চেষ্টা করেছি। বাকিটা নাটক দেখলে দর্শক বুঝতে পারবেন।’
জিয়াউল হক পলাশ নির্মিত ‘সন্ধ্যা ৭ টা’ নাটকে আরো অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, পাভেল, মুসাফির বাচ্চু, এরফান মৃধা শিবলু, মনিরা মিঠু, শামীমা নাজনীন, আবদুল্লাহ রানা প্রমুখ।
পরিচালক পলাশ জানান, ইভানা, পাভেল, ইরফান সাজ্জাদদের সাথে এর আগে কো-আর্টিস্ট হিসেবে কাজ করেছেন। কিন্তু নির্মাতার চোখে তারা কেমন সেই অভিজ্ঞতা এবারই প্রথম হলো তার।তিনি বলেন, ‘নির্মাতা হিসেবে যখন ব্রিফ দিয়েছি, আর্টিস্ট হিসেবে তারা তাৎক্ষণিক সবকিছু বুঝে রিয়েকশন দিয়েছে। এতে করে পরিচালক হিসেবে আমার কাজটা অনেক সহজ হয়ে যায়। তখন আমি বিশ্বাস করেছি আর্টিস্টরাও আমার কাজটিকে সঠিকভাবে রেসপন্স করেছে। প্রত্যেক অভিনেতাই আমাকে এই কমফোর্ট দিয়েছে।’
আকবর হায়দার মুন্নার প্রযোজনায় ও জিয়াউল হক পলাশের পরিচালনায় ‘সন্ধ্যা ৭টা’ নাটকটি আসন্ন ঈদে ক্লাব ইলেভেনের ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।বর্তমান সময়ের সফল অভিনেতা পলাশ একজন নির্মাতা হিসেবে কতটুকু সার্থক সেটা নাটকটি প্রচারের পরই বোঝা যাবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।