• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


‘সোনার চর’ দেখলে ছুঁয়ে যাবে মন

সোনার চরে পর্দা কাঁপাতে আসছেন বদলে যাওয়া এক জায়েদ খান

রায়হান রাজীব | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৪, ১৩:২১

ছবি: সংগৃহীত

আলোচনায় থাকতে পছন্দ করেন ঢালিউডের চিত্রনায়ক জায়েদ খান। নানা কাণ্ড ঘটিয়ে বিভিন্ন সময় আলোচনায় ছিলেন তিনি। দীর্ঘদিন প্রধান চরিত্রে তার অভিনীত কোনো সিনেমা মুক্তি না পেলেও বছরের শুরুতেই সুখবর দিলেন তিনি। এবার ঈদে পর্দা কাঁপাতে আসছে তার অভিনীত সোনার চর সিনেমাটি।

জায়েদ খান বলেন, ঈদে সিনেমা মুক্তি পাওয়া প্রত্যেক অভিনেতার জন্য সুখবর। প্রচারণায় সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করব। সিনেমাতে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটসহ একটা নিটোল প্রেমের গল্প আছে। সোনার চর ঘিরে দর্শকদের আগ্রহ রয়েছে। আশা করছি, সিনেমাটি সবার মন ছুঁয়ে যাবে।

সময়ের আলোচিত এই অভিনেতা বলেন, আমার ক্যারিয়ারে সবচেয়ে বেশি শ্রম দেওয়া সিনেমা সোনার চর। এ সিনেমায় আমি একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটির নাম মানিক। চরিত্রের প্রয়োজনে প্রায় দুই বছর চুল কাটিনি। লম্বা সময় ধরে চুল বড় করেছি। নিজেকে ভেঙেছি, গড়েছি। এখানে বদলে যাওয়া এক জায়েদ খানকে আবিষ্কার করবেন দর্শক।

তিনি আরও বলেন, শুধু আমি নই, সিনেমার প্রতিটি চরিত্রই ইউনিক। সবাই অনেক পরিশ্রম করেছেন। পরিচালক জাহিদ হাসান নিজে খেটেছেন একটি ভালো ও উপভোগ্য সিনেমা উপহার দেওয়ার জন্য। আমরাও তার নির্দেশনায় নিরলস চেষ্টা চালিয়েছি।

ভাইরাল হওয়া সেসব ছবিতে দেখা যায় কোনোটিতে শীতের দিনে জায়েদ খান সাঁতরে নদী পার হচ্ছেন, কুয়াশায় মোড়ানো শীতসকালে কাঁধে খেজুরের রসের হাঁড়ি বয়ে বেড়াচ্ছেন, আবার কাদায় লেপ্টে আছেন; কখনও বা বাঁশ-খড়কুটো দিয়ে ঘর বানাচ্ছেন। সর্বশেষ তাকে দেখা গেল বাঁশিওয়ালার সাজে! সঙ্গে ছবির নায়িকা স্নিগ্ধা।

সিনেমার গল্প প্রসঙ্গে জায়েদ খান বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসার সময়কার গল্প নিয়ে সাজানো হয়েছে ছবিটি। এতে আমি একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করছি। ক্যারিয়ারে অনেক ধরনের চরিত্রে অভিনয় করা হলেও মুক্তিযোদ্ধা চরিত্রে এই প্রথম। মনে শান্তি লাগছে এমন একটা চরিত্রে অভিনয় করছি ভেবে।

তিনি আরও জানান, ছবিতে গ্রামের একজন সাধারণ জেলে আমি। তবে একাত্তরে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ করি। আমার চরিত্রের অতীত সেটি। এছাড়া রাজনীতি, পরিবার, প্রেম-ভালোবাসা সবই থাকবে সিনেমায়। নিজেকে কিছুটা হলেও ভাঙার চেষ্টা করছি এই চরিত্রে। আশা করি, এ সিনেমার মাধ্যমে নতুন এক জায়েদ খানকে দেখবেন দর্শক।

গত ১৭ জানুয়ারি সোনার চর সেন্সর ছাড়পত্র লাভ করে। এতে অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মৌসুমী, ওমর সানী, আবুল হোসেন মজুমদার, স্নিগ্ধা, শবনম পারভীনসহ অনেকে।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top