কবে, কখন বাংলাদেশের দর্শক মাতাবেন আতিফ আসলাম? জেনে নিন

রায়হান রাজীব | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৪, ২০:১৪

ছবি: সংগৃহীত

অবশেষে প্রতীক্ষার প্রহর শেষ হতে চললো। গত ২৮ মার্চ আতিফ আসলাম তার ভেরিফায়েড ফেসবুকে ১২ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছিলেন। ভিডিওতে দেখা গিয়েছিল, তার নিজের ছবি যুক্ত করে ওপরে লেখা ছিল, বাংলাদেশ, চলো একসঙ্গে সংগীত উপভোগ করি।

মুহূর্তের মধ্যেই আতিফের এই পোস্ট ঝড় তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মাত্র ৪০ মিনিটেই ৯ হাজার রিয়েক্ট ১ হাজার কমেন্ট জমা পড়ে সেই ভিডিওতে। আতিফকে বাংলাদেশে দেখতে কতটা উদ্‌গ্রীব হয়ে আছেন তার ভক্তরা, সেই চিত্র ফুটে উঠেছে তার পোস্টের কমেন্ট বক্সেই।

আতিফ জানান, আগামী ১৯ এপ্রিল (শুক্রবার) রাজধানীর বসুন্ধরার ক্রিকেট গ্রাউন্ডে লেট’স ভাইবের আয়োজনে অনুষ্ঠিত কনসার্টে পারফর্ম করবেন বলিউডের জনপ্রিয় এই সংগীতশিল্পী। (Let's Vibe Art & Music Festival)

মাসখানেক আগেই আতিফ আসলামের বাংলাদেশে আসার গুঞ্জন শোনা গিয়েছিল। সে সময় স্টার বক্স এজেন্সি নামে একটি প্রতিষ্ঠান জানায়, ২০২৪ সালে তৃতীয়বারের মতো কনসার্ট করতে বাংলাদেশে আসবেন আতিফ আসলাম।

এর আগে, ২০১৩ সালে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে প্রথম ঢাকায় এসেছিলেন আতিফ আসলাম। পরে ২০১৬ সালে এটিএন এন্টারটেইনমেন্টের আমন্ত্রণে দ্বিতীয়বার ঢাকায় আসেন। 

পাকিস্তানের পাঞ্জাবের ওয়াজিরাবাদে জন্ম নেওয়া উপমহাদেশের তুমুল জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। ক্যারিয়ার শুরু করেন ২০০৩ সালে, ‘জাল’ ব্যান্ডের মাধ্যমে। মূলত উর্দু ভাষায় গাইলেও তিনি হিন্দি, পাঞ্জাবি, বাংলা, পশতুসহ অনেক ভাষায় নিজের দক্ষতা প্রকাশ করেছেন। ‘জেহের’ সিনেমার ‘ওহ লামহে ওহ বাতে’ গান দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি।

এরপর একে একে উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় গান। ‘পেহলি নাজার ম্যায়’, ‘বেখুদা তুমহি হো’, ‘তু জানে না’, ‘ম্যায় রং শরবতো কা’, ‘দিল দিয়া গাল্লা’সহ প্রায় শতাধিক গান।

দুদিন ব্যাপী (18 &19 April) এ আয়োজনে দ্বিতীয় দিনে ভক্তদের মনে ঝড় তুলবেন তিনি। ফলে অধীর আগ্রহ অপেক্ষা করছেন বাংলাদেশের সংগীত অনুরাগীরা।

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top