র‌্যাপ গানের দুনিয়ায় ঝড় তুলতে আসছেন র কবি

রায়হান রাজীব | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৪, ১৮:১০

ছবি: সংগৃহীত

গল্পটা একজন স্বপ্নচারী যুবকের। স্বপ্ন দেখেন র‌্যাপ সঙ্গিত ছড়িয়ে যাবে দেশজুড়ে। তীব্র আকাঙ্খা নিয়ে র‌্যাপ দুনিয়ায় বিচরণ করছেন তিনি। র‌্যাপ গানকে সমাজ বদলের মোক্ষম অস্ত্র হিসেবে বেছে নিয়েছেন।

আশা জাগানিয়া যুবকটির নাম আব্দুল হাসিব (Raw Kobi)। সবসময় হাসিখুশি থাকা মানুষটি একজন সংবাদকর্মী। দেশের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে করেন সাংবাদিকতা। কিন্তু গানটা তার হৃদয়ে। বাইরের দুনিয়ায় যা দেখেন সেটাই তার গানে তুলে ধরেন।

ছোটবেলা থেকেই র‌্যাপ ভালো লাগতো হাসিবের। অন্যরা যখন মাঠে খেলায় মেতে উঠতো, ঠিক তখন র‌্যাপ দুনিয়ায় ডুব দিতেন তিনি। চতুর্থ শ্রেণি থেকেই শুনতেন DeshiMcs, Stoic Bliss, Eminem, 50cent, 2 Pack। এসব শুনেই তার গান শেখার হাতেখড়ি। তারপর বিরামহীন পথচলা।

র‌্যাপকে বেছে নিয়েছেন কেন জানতে চাইলে হাসিব বলেন, র‌্যাপ গান লেখা ও গাওয়ার মধ্যে একটা স্বাধীনতা আছে। অন্য গানের মতো নিয়মকানুনের বালাই নেই র‌্যাপে। এ অবধি কাফন, নাটাই, লকডাউন, র সাইফার, র কিল দারুণ জনপ্রিয়তা পেয়েছে। তুই কিডা, ডোন্ট ছে গুড বাই গান দুটির কাজ চলছে।

আগামীর পরিকল্পনা নিয়ে তিনি বলেন, পাবনার আঞ্চলিক ভাষায় র‌্যাপ গান ছড়িয়ে দিতে চান বিশ্বের বুকে। মানুষের জীবন যন্ত্রণা, বৈষম্য, প্রকৃতি প্রতিবেশ তার গানের বিষয়বস্তু।

তরুণদের মধ্যে যারা র‌্যাপ নিয়ে কাজ করতে চান তাদের সুখবর দিলেন হাসিব। বললেন, একটা স্টুডিও করবো। যারা অর্থাভাবে স্টুডিওতে কাজ করতে পারছেন না, তাদের ফ্রিতে কাজের সুযোগ থাকবে।

আব্দুল হাসিবের বাড়ি পাবনার আটঘড়িয়ার একদন্তে নর্জান গ্রামে। পিতা আবুল হাসানের একমাত্র সন্তান তিনি। পাবনার ভাষা, সংস্কৃতি ও প্রকৃতি তার ভালোলাগার জায়গা।

    



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top