মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

স্বাধীন আমরা একবারই হয়েছিলাম বললেন নির্মাতা

রায়হান রাজীব | প্রকাশিত: ১২ আগষ্ট ২০২৪, ১৮:০৩

ছবি: সংগৃহীত

শুরুটা কোটা নিয়ে ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলন। যা রূপ নেয় সরকার পতনের এক দফায়। ছাত্র-জনতার দাবির মুখে গেল সোমবার দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। এদিন উল্লাসে মেতে উঠে দেশবাসী। এর মাঝেই ঘটে অপ্রীতিকর নানা ঘটনা। দেশের বিভিন্ন স্থানে হামলা, হত্যা, ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে। কথা রটেছে সরকার পতনের পর চরম বিপাকে পড়েছে দেশের সংখ্যালঘুরা। তাদের বাড়িঘরে ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

গেল সোমবার সরকার পতনের পর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে থাকা জলের গানের গায়ক রাহুল আনন্দের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। জ্বালিয়ে দেওয়া হয় বাড়িটি, আগুনে ভস্মীভূত হয় শিল্পীর তিন হাজারের মত বাদ্যযন্ত্র। এছাড়াও ভাঙচুর করা হয় অনেক সিনেমা হল। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সংস্কৃতি অঙ্গনের মানুষজন। ফেসবুকে লিখেছেন নানা কথাও।

তারই ধারাবাহিকতায় এবার মুখ খুললেন নির্মাতা অনিমেষ আইচ। তার কথায়, ‘স্বাধীন আমরা একবারই হয়েছিলাম ১৯৭১-এর ১৬ ডিসেম্বর। ৫ আগষ্ট ২০২৪ একনায়কতন্ত্র হটিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৈষম্য চাই না আমরা, ফাইন!

বৈষম্য কি পৃথিবীর ইতিহাসে কোথাও দূর হয়েছে? ক্যাপিটালিজমের থাবায় আক্রান্ত না, এমন একটা দেশের নাম কি বলতে পারবেন? ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে এবং হবে।’

নির্মাতা আরও বলেন, ‘এই লুটপাট, খুন, জ্বালিয়ে দেওয়ার জন্যই কি এত আন্দোলন? ৩২ নম্বরের বাড়ি এবং অন্যান্য প্রতিষ্ঠানের মত স্টার সিনেপ্লেক্স পুড়েছেন, যেটা সিনেমার মানুষ হিসাবে আমাকে ভয়াবহ ব্যথিত করেছে। কতদিন লাগবে আবার একটা এমন প্রতিষ্ঠান হতে?’

সবশেষে অনিমেষ আইচ বলেন, ‘জনতা, আপনারা সব ভেঙে ফেলেন। মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু কিছু বাকি রাখবেন না। যা কিছু ভাঙলেন, সব আপনার আমার ট্যাক্সের টাকায় গড়া। লুটপাট করে আবার হাসি মুখে ছবি দেন। সেইম অন ইউ।’



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top