বৃহঃস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

ঢাকা রক কার্নিভ্যাল: ওপেন এয়ার কনসার্ট ৮ ব্যান্ডের

রায়হান রাজীব | প্রকাশিত: ২৫ আগষ্ট ২০২৪, ১৫:৩৯

ছবি: সংগৃহীত

অনেকটা দিন পার হলেও দেশের কোথাও কোনো মিউজিক্যাল কনসার্টের আয়োজন নেই। দেশে চলমান পরিস্থিতি বিবেচনা করেই এত দিন কনসার্ট আয়োজন থেকে বিরত ছিলেন আয়োজকরা। এবার ব্যান্ড ইন্ডাস্ট্রিতেও শুরু হয়েছে নতুন উন্মাদনা। প্রস্তুত হচ্ছে স্টেজে ফেরার জন্য।

সংবাদমাধ্যম অনুযায়ী, আগামী ৬ সেপ্টেম্বর যমুনা ফিউচার পার্কে হতে যাচ্ছে ‘ঢাকা রক কার্নিভ্যাল : স্বাধীন বাংলা বেতার’ শিরোনামে ওপেন এয়ার কনসার্ট। এ আয়োজনে সহযোগিতায় থাকবেন দেশের জনপ্রিয় গিটারিস্ট এ কে রাহুল। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এ কনসার্ট নিয়ে শুরু হয়েছে প্রচারণা।

কনসার্টের লাইনআপে দেখা যাবে দেশের জনপ্রিয় আট ব্যান্ডকে। যাদের মধ্যে থাকবে শিরোনামহীন, নেমেসিস, সোনার বাংলা সার্কাস, এভোয়েড রাফা, পাওয়ারসার্জ, কাকতাল, ওডসিগনেচার ও হাইওয়ে। এ মাসের শেষের দিকে কনসার্টের অনলাইন টিকিট ছাড়া হবে বলে জানা গেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top