শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

বন্যার্তদের সহায়তায় ভিডিও বার্তা, তোপের মুখে অপু বিশ্বাস

রায়হান রাজীব | প্রকাশিত: ২৭ আগষ্ট ২০২৪, ১৯:৪৫

ছবি: সংগৃহীত

স্মরণকালের ভয়াবহতম বন্যার কবলে দেশ। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়িসহ আশপাশের জেলাগুলো প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে আছে অর্ধকোটির বেশি মানুষ। বন্যায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। আর ১১ জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫৬ লাখ ১৯ হাজার ৩৭৫ জন মানুষ।

এই মানবিক বিপর্যয়ে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন দেশের সব শ্রেণি-পেশার মানুষ। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দেশের চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রীরাও। অনেক তারকা শিল্পী ইতিমধ্যেই ছুটে গেছেন বন্যাদুর্গত এলাকায়। কেউ আবার বানভাসিদের জন্য অর্থ সহযোগিতার পাশাপাশি তহবিল সংগ্রহের কাজও করছেন। তবে পাশে দাঁড়ালেও কিছু তারকাকে শুনতে হচ্ছে কটুকথা। সামাজিক মাধ্যমে পড়ছেন তোপের মুখে। এর আগে চঞ্চল চৌধুরীকেও বেশ কড়া সমালোচনার বানে জর্জরিত করা হয়েছিল।

এবার শিকার হলেন অপু বিশ্বাস। বন্যাদুর্গতের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তোপের মুখে পড়েছেন ঢালিউড কুইন। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘দেশে আকস্মিক বন্যায় অসহায় হয়ে পড়া মানুষের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটু উপহার। দেশের বিভিন্ন অঞ্চলে লক্ষ লক্ষ মানুষ পানি বন্দি হওয়ায় মনটা ভালো নেই।

অসহায় হয়ে পড়া মানুষগুলোর আর্তনাদ দেখলে মন চায় ছুটে যাই তাদের কাছে। অসহায় বাচ্চাদের মায়াবী মুখগুলো দেখলে বুকটা ছটফট করে কারণ আমার নিজেরও ছেলে আছে। এইসব ছোট্ট বাচ্চাদের মাঝে আমি আমার ছোট্ট জয়কে খুজে পাই। কিন্তু আমার একমাত্র ছেলে জয়কে রেখে তাদের কাছে ছুটে যেতে পারছি না।’

সবশেষ অপু লিখেছেন, ‘বন্যার প্রথম থেকে আমি আমার জায়গা থেকে বিভিন্ন টিম, ফাউন্ডেশনে সহায়তা করে চেষ্টা করে যাচ্ছি বন্যার্থদের পাশে থাকার। আমরা সবাই যার যার জায়গা থেকে বন্যায় অসহায় হয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াই। তাহলেই ঘুরে দাড়াবে আমাদের সোনার বাংলাদেশ।’

নায়িকার এমন পোস্টে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা যেমন ‘বাহবা’ দিচ্ছে ঠিক তেমনি নেটিজেনদের ‘কটাক্ষ’র শিকারও হতে হচ্ছে অপুকে। মন্তব্যের ঘরে তাহারাত নামে একজন লিখেছেন, ‘ছোট্ট জয়কে রেখে বন্যার্তদের পাশে দাঁড়াতে পারছেন না, অথচ এই জয়কে রেখে দিন-রাত, চব্বিশ ঘন্টা বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ায়। এখানে-সেখানে ফিতা কেটে বেড়ায়।’

আশরাত জাহান লিখেছেন, ‘দুবাইয়ের কথা ভুলে গেছেন? ফ্যাশন শো করতে গেলে সমস্যা নাই বাচ্চা ছাড়া।’ খাদিজা নামে অন্য একজন লিখেছেন, ‘রক্তের বন্যার সময় অসহায় মানুষদের কী আপনের চোখে পড়েনি?’ নূর আহমেদ লিখেছেন, ‘গত জুলাই মাসে কত মায়ের বুক খালি হয়েছে, কত পরিবার ধ্বংস হয়েছে, তখন কোথায় ছিল আপনার মায়া কান্না?’ এমন অসংখ্য নেচিবাচক মন্তব্য পড়েছে অপুর পোস্টটি ঘিরে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top