গ্রেপ্তার হলেন পুষ্পা খ্যাত অভিনেতা আল্লু অর্জুন!

শাকিল খান | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৪, ১৪:৫০

ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৪ ডিসেম্বর হায়দরাবাদে ‘পুষ্পা টু’ প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ।

জানা যায়, হায়দরাবাদের ‘সন্ধ্যা থিয়েটারে’ গত ৪ ডিসেম্বর স্ক্রিনিং ছিল ‘পুষ্পা ২’-এর। সেখানে ছবির সঙ্গীত পরিচালকের সঙ্গে উপস্থিত হয়েছিলেন আল্লু অর্জুন। প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখতে ওই হলে মাত্রাতিরিক্ত ভিড় হয়। আল্লু অর্জুনকে এক ঝলক দেখতে বাধভাঙা উত্তেজনায় ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় ৷ দেখতে দেখতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়৷ পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়।

হুড়োহুড়ির মধ্যে ওই থিয়েটারে রেবথী নামে এক মহিলা পদপিষ্ট হন৷ গুরুতর আহত অবস্থায় তাকে রেবথীকে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন৷ 

হায়দ্রাবাদের চিক্কাদপাল্লি পুলিশ স্টেশন থেকে একদল পুলিশ শুক্রবার আল্লু অর্জুনের বাসভবনে যায় এবং তাকে গ্রেফতার করে হেফাজতে নিয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আল্লু অর্জুনকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাকে জেরা করা হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top