ভেন্যুর বরাদ্দ বাতিল, অনিশ্চয়তার মুখে 'ফোক ফেস্ট'
রাজীব রায়হান | প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৪, ১৯:০৬
সংগীতপ্রেমীদের পাঁচ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন বছরের শুরুতেই ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টর মঞ্চে ফেরার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা অনিশ্চয়তায় মুখে পড়েছে। এই আয়োজনটির জন্য ভেন্যু বরাদ্দ দিয়েও তা বাতিল করেছে আর্মি স্টেডিয়াম কর্তৃপক্ষ।
মহামারি করোনার (২০২০) পর থেকেই বন্ধ রয়েছে জনপ্রিয় ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট। ভেন্যু বাতিলের ঘটনায় লোকসংগীতের এই আসর কবে হতে পারে সে বিষয়ে এখনই কোনো দিনক্ষণ নির্ধারণ করতে পারছে না আয়োজক প্রতিষ্ঠান সান কমিউনিকেশনস। ২০১৫ সালে প্রথমবার ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট অনুষ্ঠিত হয়। তখন পাঁচ দেশের শতাধিক শিল্পী এই ফেস্টে পারফর্ম করেছিলেন।
এ বিষয়ে আয়োজক প্রতিষ্ঠান সান কমিউনিকেশনের এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর তানভীর হোসেন ইনডিপেনডেন্ট ডিজিটাল বলেন, ‘আমরা সব প্রস্তুতি নিচ্ছিলাম। ইতিমধ্যে শিল্পীদের সঙ্গেও কথা হয়েছে। কিন্তু আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সব রকমের আয়োজনের বরাদ্দ বাতিল করতে যাচ্ছে আর্মি স্টেডিয়াম। আমারা ফোক ফেস্ট করতে চেয়েছিলাম জানুয়ারিতে। ফলে তখন আর এ আয়োজন করা সম্ভব হচ্ছে না।’
তাহলে ফেব্রুয়ারির পর করা যায় কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘মার্চে রোজা শুরু হবে। তাই তখনও করা যাচ্ছে না। পরিস্থিতি অনুকূলে এলে আমরা আবারও চেষ্টা করব। আমরা তো আয়োজনটি করতেই চাই। তবে কবে করতে পারব, বলা যাচ্ছে না।’
জানা গেল কবে বসছে ঢাকা ফোকফেস্ট
২০১৫ সালে প্রথমবার ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট অনুষ্ঠিত হয়। তখন পাঁচ দেশের শতাধিক শিল্পী এই ফেস্টে পারফর্ম করেছিলেন। আয়োজনে ছিল স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও সান ফাউন্ডেশন।
সর্বশেষ ফোক ফেস্ট হয়েছিল ২০১৯ সালে। গত অক্টোবরে আবারও ফোক ফেস্ট অনুষ্ঠিত হওয়ার ঘোষণা আসার পর তানভীর হোসেন বলেছিলেন, ‘বিগত পাঁচ বছর ধরে আগ্রহী শ্রোতা দর্শকদের বহু প্রশ্নের সম্মুখীন হয়েছি। কেন ফোকফেস্ট হচ্ছে না, এ নিয়ে আগ্রহের শেষ ছিল না। অবশেষে তাদের উদ্দেশে বলতে চাই, আসছে জানুয়ারিতে আর্মি স্টেডিয়ামেই বসছে ফোক ফেস্টের ৬ষ্ঠ আসর।’ কিন্তু এবারও অনিশ্চয়তা! যদিও সান কমিউনিকেশন প্রত্যাশা করছে যে, সবকিছু ঠিক থাকলে আগামী বছর আবারও ফিরবে ফোক ফেস্ট।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।