ঢাকায় রাহাত ফতেহ আলীর কনসার্ট আজ
রাজীব রায়হান | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৪, ১৩:৪০
আজ শনিবার (২১ ডিসেম্বর) ঢাকায় পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খানের কনসার্ট। এরইমধ্যে আয়োজনের সবধরনের প্রস্ততি শেষ পর্যায়ে। গতকাল শুক্রবার রাতেই ঢাকায় এসে পৌছেছেন এই কিংবদন্তি।
এর আগে আয়োজকদের পক্ষ থেকে ঘোষণা এসেছিল জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তায় ঢাকায় বিনা পারিশ্রমিকে ‘চ্যারিটি কনসার্ট’ করবেন তিনি।
আলোচিত এই কনসার্টের টিকিট অনলাইনে শ্রোতাদের জন্য আগেই উন্মুক্ত করে আয়োজক প্ল্যাটফর্ম ‘স্পিরিটস অফ জুলাই’। অনলাইন টিকিট প্ল্যাটফর্ম গেট সেট রকে গত ৯ ডিসেম্বর সোমবার রাতে সবার জন্য অনলাইনে টিকিট ছাড়া হয়।
যেখানে দেখা যায়, ভিআইপি টিকিট ১০ হাজার টাকা, ফ্রন্ট রো ৪ হাজার ৫০০ টাকা ও জেনারেল টিকিট ২৫০০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। কনসার্টি ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
রাহাত ফাতেহ আলী ছাড়াও এদিন অনুষ্ঠানে দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, অ্যাশেজ, আফটারম্যাথ, র্যাপ সংগীতশিল্পী সেজান, হান্নান ও সিলসিলা গান পরিবেশন করবেন। এ ছাড়া অনুষ্ঠানে জুলাই বিপ্লবের গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চনাটক প্রদর্শিত হবে।
এছাড়া জানা গেছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় লাইমলাইটে আসা উপস্থাপিকা দীপ্তি চৌধুরীও রাহাত ফতেহ আলীর মতোই কোনো পারিশ্রমিক ছাড়াই কনসার্টে উপস্থাপনা করবেন।
আর্মি স্টেডিয়ামে আজ শনিবার “স্পিরিটস অব জুলাই” ও “ইকোস অব রেভল্যুশন” শীর্ষক কনসার্ট রয়েছে। এ উপলক্ষে বিমানবন্দর সড়কের স্টাফরোড রেলগেট থেকে নেভি হেডকোয়ার্টার্স ক্রসিং পর্যন্ত যান চলাচল বিঘ্নিত হতে পারে। তাই শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত যান চলাচলের ক্ষেত্রে কিছু নির্দেশনা দিয়েছে ডিএমপি।
কনসার্ট শুরু হবে দুপুর ২টায়। ফলে বেলা ২টা থেকে রাত ১১টা পর্যন্ত বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নির্দেশনায় বলা হয়েছে, টঙ্গী-উত্তরা থেকে গুলশান-বনানী-মহাখালীগামী যানবাহন স্টাফরোড রেলগেট থেকে নেভি হেডকোয়ার্টার্স ক্রসিং এড়িয়ে উল্লিখিত সময়ে বিমানবন্দর, কুড়িল ও বনানী র্যাম্প হয়ে এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবে। এ সময় তাদের টোল দিতে হবে না।
এ ছাড়া উত্তরা-এয়ারপোর্ট থেকে গুলশান-বনানী-মহাখালীগামী যানবাহনগুলো র্যাডিসন হোটেলের পূর্বে ইউটার্ন বা বনানী ওভারপাসের নিচের ইউলুপ দিয়ে এক্সপ্রেসওয়েতে উঠতে পারবে। অন্যদিকে এয়ারপোর্ট–উত্তরা–টঙ্গীগামী যানবাহন বনানী র্যাম্প ব্যবহার করে চলাচল করতে পারবে।
নির্দেশনায় আরও বলা হয়, ইসিবি চত্বর থেকে বনানীগামী ফ্লাইওভারের লুপটি বন্ধ থাকবে। তাই ইসিবি চত্বর থেকে বনানীগামী যানবাহন কুর্মিটোলা হাসপাতালের সামনের র্যাম্প ব্যবহার করে বনানীর দিকে যাতায়াত করতে পারবে।
তবে মোটরসাইকেল, অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা ও বাইসাইকেল র্যাম্প ব্যবহার করতে পারবে না। উল্লিখিত অনুষ্ঠান চলাকালে ট্রাফিক শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে ঢাকা মহানগর পুলিশ জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।