ক্রসফায়ারে নিহত পানামা ফারুক তাহসানের শ্বশুর
রাজীব রায়হান | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৫, ১৪:০৯
নতুন বছরে বিয়ের খবর দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। নেটিজেনরাও এই নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন। কেউ লিখেছেন, অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন তাহসান। কিন্তু চাঁদেরও কলঙ্ক থাকে সেটিই যেন প্রমাণ হয়ে গেল তাহসানের ক্ষেত্রে। তাহসানের সঙ্গে বিয়ে হওয়ার পর তার স্ত্রী রোজা আহমেদের পরিচয় নিয়ে উঠেছে নানা প্রশ্ন।
সোশ্যাল মিডিয়ায় এনিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে হইচই পড়ে যায়। খবর ছড়ায়, বরিশালের এক সময়ের যুবলীগ নেতা ফারুক আহাম্মদ ওরফে পানামা ফারুক’ তাহসানের শ্বশুর। ২০১৪ সালে র্যাবের ক্রসফায়ারে নিহত হন তিনি। বিষয়টি নিয়ে গণমাধ্যমে বেশ আলোচনার সৃষ্টি হয়।
১৯৯৩ সাল থেকে ফারুক আহম্মেদ ওরফে ‘পানামা ফারুক’ যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী সরকার ক্ষমতায় এলে দক্ষিণাঞ্চলজুড়ে পানামা ফারুক এক আতঙ্কের নাম হয়ে দাঁড়ায়। তবে ২০০১ সালের পর দীর্ঘ ৫ বছর পানামা ফারুক আত্মগোপনে ছিলেন। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলেও তাকে ওইভাবে সক্রিয় হতে দেখা যায়নি। তবে ২০১৩ সালের দিকে নিজের অবস্থান জানান দিতে গিয়ে আলোচনায় আসেন পানামা ফারুক।
রোজা আহমেদের পরিবারের অতিত নিয়ে সমালোচনা না করে নবদম্পতিকে আগামী দিনের শুভেচ্ছা জানানোর অনুরোধ করেছেন ভক্তদের একাংশ। তাহসানের স্ত্রী রোজা আহমেদ পড়াশোনা করেছেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর। পড়াশোনা শেষ করে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন।
রোজা আহমেদ এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশেই ব্রাইডাল মেকওভার আর্টিস্ট হিসেবে খ্যাতি অর্জন করেছেন। এছাড়াও মেকআপ শিক্ষিকা হিসেবে তিনি নারীদের প্রশিক্ষণ দিচ্ছেন এবং অনেককে উদ্যোক্তা হতে সাহায্য করেছেন। অসংখ্য অনুসারী এবং নেটিজেনদের কাছে অত্যন্ত জনপ্রিয় রোজা। তার ফেসবুক পেজ রোজাস ব্রাইডাল মেকওভার পেজে অনুসারী সংখ্যা নয় লাখের ওপরে।
এর আগে প্রায় ১৮ বছর আগে ২০০৬ সালের ৭ আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলো করে আসে আইরা তাহরিম খান নামের কন্যা সন্তান। পরে ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।