জেন-জিদের থেকে অনেক কিছু শেখার আছে: মাধুরী দীক্ষিত
রাজীব রায়হান | প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২৫, ১২:৪৯
এই মুহূর্তে সবচেয়ে আলোচিত শব্দটির নাম জেন জি। সব অঙ্গনের মানুষই কথা বলছেন জেনারেশন জি প্রজন্মকে নিয়ে। বলিউড লাস্যময়ী মাধুরী দীক্ষিতকেও প্রভাবিত করে প্রজন্মটি। জেন-জিদের থেকে অনেক কিছু শেখার আছে বলে মন্তব্য করেছেন বলিউডের এই নারী সুপারস্টার।
সংবাদমাধ্যমকে তিনি জানান, জেন-জিরা তাকে দারুণ প্রভাবিত করেন। তিনি বলেন, জেন-জিদের সঙ্গে আমার যখনই দেখা হয়, মনে হয়, তারা খুব স্মার্ট। অনেক কিছু জানেন। তারা তাদের জীবনের সব অভিজ্ঞতা ভাগ করে নিতে জানেন। সোশ্যাল মিডিয়া তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। জেন-জিদের থেকে অনেক কিছু শিখতে পারি। আমার ছেলেরাও অনেক কিছু জানে।
তাদের সঙ্গে কাজ করা প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, নতুনদের সঙ্গে কাজ করা মানে নতুন অভিজ্ঞতা আর নতুন কিছু শেখা। আমি মনে করি, এ প্রজন্মের অভিনেতারা কাজের প্রতি দারুণ নিবেদিত আর নিয়মানুবর্তিতার মধ্যে থাকে। সময়কে ওরা খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারে।
মাধুরী জানান, একটা সময় ছিল, আমরা যখন পর্দায় শুধু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য থাকতাম। ধীরে ধীরে দিন বদলাচ্ছে। আমি সত্যিই ভাগ্যবতী যে একাধিক শক্তিশালী নারী চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি। ছবি নির্মাণ সত্যি অনিশ্চিত, কিন্তু মেয়েরা এখন ভালো চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।