বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

‘দাগী’ সিনেমার টেজার মুক্তি

বার্তা কক্ষ | প্রকাশিত: ১১ মার্চ ২০২৫, ১৬:৫৩

‘দাগী’ সিনেমার টেজার মুক্তি

মাত্র একটি সিনেমা দিয়েই বাজিমাত করেছেন ছোট পর্দার জনপ্রিয় তারকা আফরান নিশো। ২০২৩ সালের ঈদুল ফিতরে মুক্তি পায় তার প্রথম ছবি ‘সুড়ঙ্গ’। রায়হান রাফীর পরিচালনায় এটি ব্যাবসায়িকভাবে তুমুল সাফল্যও পায়। এরপর আড়ালে যান নিশো। বিজ্ঞাপন ছাড়া তাকে কোনো কাজে পাওয়া যায়নি।

নিশোর অনুসারীরা খুব করে চাইছেন তিনি নতুন চলচ্চিত্রের মাধ্যমে কাজে ফিরুক। কিছুদিন আগেই জানা যায়, ‘সুড়ঙ্গ’র প্রযোজনা সংস্থা আলফা আইয়ের নতুন চলচ্চিত্রের মাধ্যমে ফিরছেন নিশো। রায়হান রাফীর নাম শোনা গেলেও সেটি হচ্ছে না। পরে জানা যায়, নিশোকে নিয়ে নতুন চলচ্চিত্র বানাবেন আরেক নির্মাতা। জানা গেছে, আফরান নিশোর নতুন সিনেমার নাম হচ্ছে ‘দাগী’।

গত সোমবার (২১ অক্টোবর) চলচ্চিত্র পরিচালক সমিতিতেও এই নামটি নিবন্ধন করা হয়েছে। সবমিলিয়ে ‘দাগী’ হতে যাচ্ছে নিশোর দ্বিতীয় ছবি। তবে নিশোর বিপরীতে কাকে দেখা যাবে, সেটি এখনও চূড়ান্ত হয়নি। চলতি বছরেই ‘দাগী’র শুটিংয়ে নামবেন নিশো।

চলচ্চিত্রটি মুক্তি পাবে ২০২৫ সালের ঈদুল ফিতরে। ইতোমধ্যে দাগী সিনেমার টিজার মুক্তি পেয়েছে। জেলখাটা এক দাগী আসামীর চরিত্রে দেখা যাচ্ছে নিশোকে। ভক্তদের মধ্যে সিনেমার টিজারটি বেশ সাড়া ফেলেছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top