চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি এ আর রহমান
বার্তাকক্ষ | প্রকাশিত: ১৬ মার্চ ২০২৫, ১৪:৩৭

অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান বুকে ব্যথা নিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, রোববার (১৬ মার্চ) সকালে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকদের একটি দল তার ইসিজি ও ইকোক্যার্ডিওগ্রামের মতো কিছু পরীক্ষা-নিরীক্ষা করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রহমানের আরও কিছু পরীক্ষা করা হতে পারে। এ আর রহমানের সব পরীক্ষা স্বাভাবিক। সব ঠিক থাকলে আজই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হতে পারে। অন্যদিকে, এ আর রহমানের টিমও বলছে গায়কে হাসপাতাল ভর্তি হওয়ার ব্যাপারে ‘ভ্রান্ত’ খবর ছড়ানো হয়েছে।
তারা বলছেন, এ আর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি এমন মিথ্যা খবর ছড়ানো হচ্ছে। এ রহমান হাসপাতালে গিয়েছিলেন কারণ তিনি ডিহাইড্রেটেড ছিলেন এবং ভ্রমণের কারণে তার ঘাড়ে ব্যথা অনুভব করেছিলেন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এ আর রহমান হাসপাতালে গিয়েছিলেন বিষয়টা সত্যি। চিকিৎসকরা রোববার (১৬ মার্চ) জানান তবে এই গায়ক রোজা রেখে পানিশুন্যতায় ভুগছিলেন। সে কারণে অসুস্থতা থেকে তিনি হাসপাতালে আসেন। এখন তিনি ভালো আছেন।
এছাড়াও কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ আর রহমান। গত মাসে, এ আর রহমান চেন্নাইয়ে এড শিরান-এর কনসার্টে পারফর্ম করেছিলেন। এরপর তিনি ‘চাঁভা’ সিনেমার মিউজিক লঞ্চে যোগ দিয়েছিলেন।
এদিকে, এ আর রহমানের প্রাক্তন স্ত্রী সায়রা বানুও সম্প্রতি স্বাস্থ্যগত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হন এবং একটি অস্ত্রোপচার করতে হয়েছে। সায়রার আইনজীবী, বন্ধনা শাহ, তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন। গত বছরের ১৯ নভেম্বর, সায়রা বানু এবং এ আর রহমান ২৯ বছরের দাম্পত্য জীবনের পর বিচ্ছেদ ঘোষণা করেন। তাদের বিচ্ছেদের খবর সামনে আসতেই আলোচনা শুরু হয়।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।