রবিবার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

মুজিব সিনেমা নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া, কী বললেন অভিনেত্রী

রাজীব রায়হান | প্রকাশিত: ২৭ মার্চ ২০২৫, ১৩:১৮

ছবি: সংগৃহীত

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামীপন্থী শোবিজ তারকারা বেশ বিপাকে পড়েছেন। গণমাধ্যমে সেসব তথ্যও উঠে এসেছে। কিছু তারকা আছেন, যারা সরাসরি আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত না থাকলেও শুধু শেখ হাসিনার সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করা কিংবা বিভিন্ন সময়ে তার প্রশংসা করার জন্য বিপদে পড়েছেন।

গেল বছরের ৫ আগস্ট। জনগণের তোপের মুখে ক্ষমতা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর দেশের রাজনীতিতে আসে ব্যাপক পরিবর্তন। আর আওয়ামীপন্থী শোবিজ তারকারাও বেশ বিপাকে পড়েন।

এদের অনেকে সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তবে শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠতা ছিল। কিংবা তার প্রশংসা করার জন্য বিপদে পড়েছেন। এদেরই একজন অভিনেত্রী নুসরাত ফারিয়া। মুজিব সিনেমায় অভিনয় করার জন্য তাকে ঝামেলা পোহাতে হয়েছে। ঈদে এ অভিনেত্রীর জ্বীন-৩ সিনেমা মুক্তি পেতে চলেছে। সিনেমাটির কন্যা গানটি এরইমধ্যে প্রকাশ পেয়েছে। যা ব্যাপক প্রশংসিত হয়েছে।

মুজিব সিনেমায় শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। সরকার পরিবর্তনের পর প্রথমবার মুখ খুলেছেন তিনি। একটি পডকাস্ট শোয়ে হাজির হন তিনি। তার কাছে জানতে চাওয়া হয়―শেখ হাসিনা চরিত্রে অভিনয়ের কারণে অনুশোচনায় ভোগেন কিনা?

জবাবে ফারিয়া বলেন, আমি বলতে চাই, এখানে অনুশোচনার মতো কিছু নেই। আমরা শিল্পীরা ভোরে ঘুম থেকে উঠে গভীর রাত পর্যন্ত কাজ করি। এর পেছনে অনেক শারীরিক পরিশ্রম হয়। ২০১৯ থেকে ২০২৩ সাল, এই পাঁচ বছর একই লুকে নিজেকে মেইনটেইন করেছি আমি।

তিনি বলেন, এই দীর্ঘ সময় চুলে কোনো রং করিনি, কালো চুল নিয়ে ঘুরেছি চরিত্রটির জন্য। একটা নির্দিষ্ট পরিমাণ শারীরিক ওজনের মধ্যে থাকতে হয়েছে আমাকে। আমি বলতে চাই, এই সিনেমার (মুজিব: একটি জাতির রূপকার) জন্য আমার জীবনের ৫টি বছর দিয়েছি। এ কারণে সেই কাজটি নিয়ে যদি এখন অনুশোচনা করি, তাহলে তো আমার পেশাকেই অপমান করা হবে।

নুসরাত বলেন, সিনেমাটির জন্য যে পরিস্থিতি আমি পার করেছি এবং এখনো করছি, তা আমার ভাগ্যে লেখা ছিল। এটা খণ্ডানোর ক্ষমতা ছিল না আমার। একটি দেশের সরকারি পর্যায় থেকে কখনো কাজের প্রস্তাব আসলে, তা নিজের অপছন্দ হলেও না করা যায় না।

অভিনেত্রীর কাছে ছাত্র আন্দোলনে তার ভূমিকা নিয়েও জানতে চাওয়া হয়। তিনি বলেন, আমি তখন কানাডায় কিছু শো করতে গিয়েছিলাম। ভুল সবসময়ই ভুল। আমার কাছে মনে হয়েছে, তখন ছাত্রদের পক্ষে পোস্ট করেছি আমি। আমার সোশ্যাল মিডিয়ায় ঘুরলে সেটি দেখতে পাবেন।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top