ঈদে ভক্তদের উদ্দেশে কী বার্তা দিলেন তিন খান?

রাজীব রায়হান | প্রকাশিত: ১ এপ্রিল ২০২৫, ১৬:৪০

ছবি: সংগৃহীত

প্রতি বছর ঈদে মান্নাতের সামনে জমায়েত হন হাজারো ভক্ত। এটা বলিউড সুপারস্টার শাহরুখ খানের বাড়ি। বাদশাহকে একঝলক দেখতে হাজারো অনুরাগী ভিড় করেন সেখানে। তবে এবারের ঈদটা একটু ব্যতিক্রম। সেখানে তেমন কোনো ভিড়ের খবর পাওয়া যায়নি। কিন্তু অনুরাগীদের প্রতি ভালোবাসা জানাতে ভোলেননি কিং খান।

সোমবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটা। শাহরুখ খান তার ফেসবুক পেজে ঈদের শুভেচ্ছা জানান। লেখেন, “ঈদ মোবারক। আমার হৃদয়ে কৃতজ্ঞতা এবং দোয়া সবার জন্য।”

ভক্তদের উদ্দেশে কিং খান লেখেন, আশা করি আপনারা দিনটি কোলাকুলি, বিরিয়ানি খাওয়া ও অফুরন্ত ভালোবাসা বিনিময়ের মধ্য দিয়ে উদযাপন করছেন। সবাই সুখে থাকুন, নিরাপদে থাকুন। সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন।”

বান্দ্রার গ্যালাক্সি আবাসন। এটা সালমান ভক্তদের খুব প্রিয় জায়গা। প্রতি বছর ঈদে এখানেই জড়ো হন ভক্তরা। সালমান খানকে এক নজর দেখার জন্য অপেক্ষায় থাকেন সবাই। নিরাপত্তা ইস্যুতে গত বছর মুখ দেখাননি অভিনেতা। তবে এ বছর আর অনুরাগীদের ফেরালেন না বলিউড ভাইজান। নিজের আবাসনের বারান্দায় প্রায় মাস তিনেক বাদে দেখা গেল তাঁকে।

এলেন, হাত নাড়লেন, ছুড়ে দিলেন চুমু। এবার গ্যালাক্সির খালি বারান্দায় নয়, বরং বুলেটপ্রুফ কাঁচের আড়াল থেকেই ভক্তদের দেখা দিলেন তিনি। পরনে ছিল সাদা কুর্তা-পাজামা। সঙ্গে ছিলেন সালমানের বোন অর্পিতার দুই সন্তান আয়াত ও আহিল। 

অন্যদিকে, আমিরও সাদা পাঞ্জাবি পরে এসেছিলেন ভক্তদের সঙ্গে দেখা করতে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দুই ছেলে জুনায়েদ ও আজাদ। ভক্তদের মধ্যে নিজ হাতে মিষ্টি বিতরণ করেন আমির খান। জানা গেছে, প্রাক্তন দুই স্ত্রী রীনা ও কিরণও এদিন এসেছিলেন তাঁর বাড়িতে। 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top