ঈদে কোন সিনেমার আয় কত? হিসেব জানা গেল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৫, ১৭:১১

ছবি: সংগৃহীত

ঈদে প্রেক্ষাগৃহে নতুন ছবির মুক্তি খুশির মাত্রা অনেকটাই বাড়িয়ে দেয়। ঈদে ব্যবসায়িক দিক থেকে সবচেয়ে বেশি আয় করে কোন সিনেমা সেদিকটায় থাকে সবার দৃষ্টি।

এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মোট ৬টি সিনেমা। ছবির নাম ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘জ্বিন ৩’, ‘চক্কর ৩০২’ ও ‘অন্তরাত্মা’। তবে প্রথম সপ্তাহে মাল্টিপ্লেক্সসহ সিঙ্গেল স্ক্রিনে ব্যবসা করছে চারটি ছবি। বাংলাদেশে যেহেতু কোনো বক্স অফিস কালেকশনের রেকর্ড নেই। সে হিসেবে সিঙ্গেল স্ক্রিন থেকে মুক্তির পর এখন পর্যন্ত কোন সিনেমা কত টাকা আয় করেছে তা জানার তেমন সুযোগ নেই।

তবে চলচ্চিত্র বিশ্লেষক তানভীর খালেদ জানিয়েছেন ৫ম দিনের হিসেব। তার দেয়া তথ্যমতে মাল্টিপ্লেক্স থেকে ৫ম দিনের আয়ের পরিমান তুলে ধরা হলো।

বরবাদ : চতুর্থ দিনের তুলনায় ঈদের ৫ম দিনে বরবাদের গ্রস কালেকশন কিছুটা কমেছে। সিনেমাটি ৫ম দিনে মাল্টিপ্লেক্সের ৫০টি শো থেকে আয় করেছে ৫৫ লাখ ৪০ হাজার টাকা। শাকিব খানের এই সিনেমার ৫ দিনে মাল্টিপ্লেক্স থেকে মোট আয় দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা।

দাগি : আয়ের দিক থেকে দ্বিতীয়তে রয়েছে আফরান নিশোর দাগি। এই সিনেমার ৫ দিনে গ্রস কালেকশনে কেবলই উপরের দিকে উঠেছে। ৫ম দিনেও মাল্টিপ্লেক্সে সিনেমাটি আয় করেছে প্রায় ৩২ লাখ টাকা। নিশো-তমা মির্জার এই সিনেমার ৫ দিনে মাল্টিপ্লেক্স থেকে মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা। 

জংলি : সিয়াম আহমেদের জংলির সবগুলো শো হাউজফুল যাচ্ছে সিনেপ্লেক্সে। তবুও ঈদের ৫ম দিনে সিনেমাটি মাত্র ৭টি শো পেয়েছে। তবুও ৫ম দিনে মাল্টিপ্লেক্সে এই সিনেমা আয় করেছে প্রায় সাড়ে ৬ লাখ টাকা। আর ৫ দিন শেষে মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৩৭ লাখ টাকা।

চক্কর : এবারের ঈদে মুক্তি পেয়েছে মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’। ঈদের ৫ম দিনে মাল্টিপ্লেক্সে ৪টি শো থেকে প্রায় ৪ লাখ ও মোট ২৭ লাখ টাকা আয় করেছে সিনেমাটি।

জ্বীন ৩ : প্রথম সপ্তাহে এডিটিং সংশ্লিষ্ট কিছু জটিলতা থাকায় কম হলে মুক্তি পেলেও দ্বিতীয় সপ্তাহে মাল্টিপ্লেক্সে শো বেড়েছে, আয়ও বেড়েছে নুসরাত ফারিয়ার জ্বীন ৩-এর। সিনেপ্লেক্সে দুটি হাউজফুল শো দিয়েছে এই ছবি। ৫ম দিনে এই সিনেমার আয় ছিল সাড়ে তিন লাখ টাকা। এখন পর্যন্ত মোট আয় প্রায় সাড়ে ৮ লাখ টাকা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top