নিঃসঙ্গ মৃত্যু, নিঃসহায় লাশ: মডেল হুমাইরার একাকী মৃত্যুর গল্প
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ জুলাই ২০২৫, ১৫:৫১

৩৫ বছরের একটি নিঃসঙ্গ জীবন...স্বপ্ন নিয়ে এসেছিলেন করাচিতে, কিন্তু ফিরে যাচ্ছেন হিমঘরে—কারও অপেক্ষা নেই, কেউ নিতে আসেনি। হুমাইরা আসগর—পাকিস্তানের এক সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। তার পচাগলা মরদেহ উদ্ধার করা হয় করাচির নিজ ফ্ল্যাট থেকে, ৮ জুলাই, ২০২৫।
পুলিশ জানায়—প্রায় এক মাস আগেই মৃত্যু হয়েছে তাঁর। কিন্তু কেউ জানতেও পারেনি। ফ্ল্যাটের ভাড়া তিনি বছরের শুরু থেকেই দিচ্ছিলেন না। নিঃসঙ্গ, নির্জন জীবন কাটাচ্ছিলেন হুমাইরা।
২০১৩ সালে মডেলিং শুরু করেছিলেন তিনি। ২০২২ সালে ‘তামাশা’ নামে একটি রিয়েলিটি শোতে অংশ নিয়ে ব্যাপক পরিচিতি পান। কিন্তু খ্যাতির পর, ধীরে ধীরে তিনি হারিয়ে যেতে থাকেন জনজীবন থেকে।
আরও হৃদয়বিদারক তথ্য—হুমাইরার বাবা লাশ গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেন, আমি ওর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছি। পুলিশ তাকে বহুবার করাচিতে আসতে বললেও তিনি সাড়া দেননি। কেউ আসেনি... একটিবারের জন্যও না।
এখন হুমাইরার মরদেহ হিমঘরে পড়ে আছে। ময়নাতদন্ত শেষ হলেও ফরেনসিক রিপোর্ট এখনও পাওয়া যায়নি। এই মৃত্যু শুধু একটি মানুষের নয়, এটি একটি নির্জন যন্ত্রণা, সমাজের ব্যর্থতা। যেখানে খ্যাতি থাকে, আলো থাকে—সহানুভূতির অভাব থাকে আরও বেশি।
শোবিজ অঙ্গন আজ প্রশ্ন করছে—কারও পাশে কি সত্যিই কেউ থাকে? হুমাইরা নেই। কিন্তু রেখে গেলেন এক প্রশ্ন—মানসিক স্বাস্থ্য আর নিঃসঙ্গতা কি আমরা আজও বুঝতে শিখিনি?
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।