মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

চলে গেলেন রাজীব কাপুর

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২১, ২১:৩৭

রাজীব  কাপুর

ঋষি ও রণধীর কাপুরের ছোট ভাই রাজীব কাপুর (৫৮) ওরফে চিম্পু আর নেই। আজ দুপুরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। প্রয়াত ঋষি কাপুরের স্ত্রী নীতু কাপুর সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

 হৃদরোগে আক্রান্ত হলে রাজীব কাপুরকে দ্রুত মুম্বাইয়ের চেম্বুরের ইনলাকস হাসপাতালে নিয়ে যাওয়া হয়, হাসপাতালটি রাজীবের বাসভবনের সন্নিকটে। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। রাজীব কাপুরের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কারিনার বাবা রণধীর কাপুরও। তিনি একটি পোর্টালকে বলেন, রাজীব কাপুরকে বাঁচাতে যথাসাধ্য চেষ্টা করেছেন চিকিৎসকেরা। রাজীবের শেষকৃত্য কখন হবে, এ বিষয়ে এখনো কোনো খবর পাওয়া যায়নি।

এক বছরেরও কম সময় আগে কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুর মারা গিয়েছিলেন। সেই শোক কাটিয়ে না উঠতেই কাপুর পরিবারের আরেক সদস্যের মৃত্যু হলো।

রাজীব কাপুর ‘প্রেম গ্রন্থ’, ‘রাম তেরি গঙ্গা মৈলি’, ‘এক জান হ্যায় হাম’, ‘আসমান’সহ বহু সিনেমায় অভিনয় করেছেন।

এন এফ৭১/ফামি/২০২১

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top