বাবা হারালেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত, চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫, ১২:৫৬

চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। চিত্রনায়িকা মিষ্টি জান্নাত হারিয়েছেন তার প্রিয় বাবা—মকবুল হোসেন আর নেই। বুধবার সকাল ৪টায় নিজের ফেসবুক পোস্টে মিষ্টি জান্নাত ছোট্ট এক বাক্যে লেখেন—আমার বাবা আর নেই। এই হৃদয়বিদারক বার্তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। শুভাকাঙ্ক্ষীদের মাঝে ছড়িয়ে পড়ে শোকের ঢেউ।
চলচ্চিত্র অঙ্গনের অনেকেই দাঁড়িয়েছেন তার পাশে। জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর মন্তব্য করেন—ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অসংখ্য নেটিজেন মিষ্টি জান্নাতকে সান্ত্বনা জানিয়ে লিখেছেন—আপনার বাবার জন্য অনেক অনেক দোয়া রইল, মহান আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউস দান করেন।
২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসকও। একজন সন্তানের কাছে বাবার শূন্যতা অপূরণীয়। আমরা মিষ্টি জান্নাত ও তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাই।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।