শুক্রবার, ১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

কালা জাহাঙ্গীরের গল্প নয়, শাকিবের সিনেমা অন্য কিছু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ জুলাই ২০২৫, ১৫:৪৬

ছবি: সংগৃহীত

ঢাকাই মেগাস্টার শাকিব খানকে নিয়ে নতুন একটি সিনেমায় কাজ চলছে পুরোদমে। প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যান্ড। তবে সম্প্রতি এই সিনেমা ঘিরে ছড়িয়ে পড়েছে এক আলোচিত গুজব—নাকি এটি ৯০ দশকের কুখ্যাত সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের জীবনীভিত্তিক!

তবে এ দাবি একেবারেই ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানালেন নির্মাতা দল। বুধবার এক লিখিত বিবৃতিতে পরিচালক আবু হায়াত মাহমুদ এবং প্রযোজক শিরিন সুলতানা স্পষ্ট করে দিয়েছেন—এই সিনেমা কোনো নির্দিষ্ট ব্যক্তির জীবনের উপর নয়।

তারা বলেন, গুলিস্তান থেকে গুলশান—সব শ্রেণির দর্শকের কথা মাথায় রেখেই গল্প তৈরি হচ্ছে। থাকছে ক্রাইম, লাভ, অ্যাকশন, ইমোশন আর পারিবারিক নাটকীয়তা।

পরিচালক জানালেন, সিনেমার প্রি-প্রোডাকশন কাজ চলছে জোরেশোরে। দেশ–বিদেশের একাধিক টিম এই প্রজেক্টে কাজ করছে। যদিও সিনেমার নাম এখনো প্রকাশ করা হয়নি, তবে আগস্টেই আসছে অফিশিয়াল নাম আর কিছু বাড়তি চমক।

সো, কালা জাহাঙ্গীর নয়—শাকিব খান আসছেন একেবারে নতুন এক রূপে, এক নতুন গল্প নিয়ে। গুজবে কান না দিয়ে চোখ রাখুন অফিসিয়াল ঘোষণা আর স্ক্রিনে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top