গানে গানে অপূর্ব মেহজাবিন
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২১, ২২:৪৩
ভালোবাসা দিবস মানেই বিশেষ আয়োজন। এবার তার ব্যতিক্রম হচ্ছে না। দিবসটিকে কেন্দ্র করে একাধিক নাটক নির্মিত হয়েছে। তার মধ্যে একটি হলো ‘মধু সিং’। অপূর্বর গল্প ভাবনায় এটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মহিদুল মহিম। নাটকে এতে গুরু-শিষ্যের ভূমিকায় অভিনয় করেছেন অপূর্ব ও মেহজাবীন।
কমেডি ঘরানার এ নাটকে দুজন সঙ্গীতপ্রেমী মানুষের নির্ভেজাল কমেডির গল্প তুলে ধরার চেষ্টা করা হয়েছে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটকটি। এমনটাই জানিয়েছেন নির্মাতা মহিদুল মহিম।
‘মধু সিং’ নাটকটি প্রসঙ্গে অপূর্ব বলেন, গানের প্রতি প্রবল শ্রদ্ধা ভালোবাসা রেখেই গান শেখাকে কেন্দ্র করেই এ নাটকের গল্প এগিয়েছে। নির্মাতাকে আমার গল্প ভাবনা বলে দেয়ার পর চমৎকারভাবেই নাটকটি লিখেছেন। আমি এবং মেহজাবিন চেষ্টা করেছি গল্পানুযায়ী চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলতে। দেখা যাক প্রচারের পর কেমন সাড়া মেলে।
একই প্রসঙ্গে মেহজাবীন বলেন, নাটকটির সংলাপ আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সেই সঙ্গে অপূর্ব ভাইয়ার গল্প ভাবনাটাও আমার কাছে দারুণ লেগেছে। একটু ভিন্ন ধরনের চরিত্রে আমাদের দুজনকে দেখতে পাবেন দর্শক।
অপূর্ব-মেহজাবীন মানেই দর্শকের মধ্যে বাড়তি উচ্ছ্বাস। যার প্রমাণ আগে বহুবার দেখা গেছে। ‘মধু সিং’ নাটকটি প্রচারের পর দর্শক চাহিদা পূরণ করতে সক্ষম হবে বলে বিশ্বাস করেন নিমার্তা। তিনি আশা করেন, নাটকটি দর্শকপ্রিয়তা পাবে।
এনএফ৭১/ফামি /২০২১
বিষয়: মাছরাঙা টেলিভিশন অপূর্ব মেহজাবীন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।