মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

জনপ্রিয় গায়কের অকাল মৃত্যু, আক্ষেপ ওড়িশার মুখ্যমন্ত্রীর

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ১৫:৪৬

ছবি: সংগৃহীত

ভারতের ওড়িশার জনপ্রিয় প্লেব্যাক কণ্ঠশিল্পী হিউম্যান সাগরের অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংগীতপিয়াসী দর্শক–শ্রোতাদের মনে। সোমবার (১৭ নভেম্বর) রাতে ভুবনেশ্বরের এআইআইএমএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ৩৫ বছর।

ভারতীয় গণমাধ্যম সূত্র জানায়, গত ১৪ নভেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন হিউম্যান সাগর। চিকিৎসকরা জানান, তার দীর্ঘদিনের লিভার ফেইলিউর, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, ভেন্ট্রিকুলার সিস্টোলিক ডিসফাংশন, শ্বাসযন্ত্রের সমস্যা এবং মাল্টিপল অরগান ডিসফাংশনসহ জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।
বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ চিকিৎসা সত্ত্বেও অবস্থার কোনো উন্নতি হয়নি। শেষ পর্যন্ত ১৭ নভেম্বর রাত ৯টা ৮ মিনিটে মৃত্যুবরণ করেন জনপ্রিয় এই গায়ক।

হিউম্যান সাগরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি। মাইক্রোব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “বিখ্যাত প্লেব্যাক গায়ক হিউম্যান সাগরের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তার মৃত্যু আমাদের সংগীত ও চলচ্চিত্র জগতের জন্য অপূরণীয় ক্ষতি। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। তার আত্মার শান্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি।”

২০১২ সালে তরঙ্গ টিভির ‘ভয়েস অব ওড়িশা সিজন–টু’ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে আলোচনায় আসেন হিউম্যান সাগর। এরপর ২০১৫ সালে ‘ইশক তু হি তু’ চলচ্চিত্রে প্লেব্যাকের মাধ্যমে কেরিয়ার শুরু করেন এবং প্রথম সিনেমাতেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। স্বল্প সময়ে ওড়িশার অন্যতম জনপ্রিয় গায়ক হিসেবে প্রতিষ্ঠা পান তিনি।

তার প্রয়াণে ওড়িশার সাংস্কৃতিক অঙ্গনসহ ভারতজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সংগীত জগত এক অনন্য কণ্ঠশিল্পীকে হারালো আজ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top