জুবিনের জন্মদিনে আবেগঘন পোস্ট গরিমার
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ১৬:২০
কিংবদন্তি গায়ক জুবিন গর্গ–এর মৃত্যুর পর তাঁর ৫৩তম জন্মদিনেও শোকে নিমজ্জিত তাঁর অসংখ্য অনুরাগী, বিশেষ করে আসামের মানুষ। প্রিয় স্বামীর জন্মদিনে স্ত্রী গরিমা সাইকিয়া গর্গ আবেগঘন যে পোস্টটি দিয়েছেন, তা মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
গরিমা শেয়ার করেছেন জুবিনের সঙ্গে কাটানো নানা স্ম মুহূর্তের একগুচ্ছ ছবি। ক্যাপশনে তিনি লিখেছেন—
“জন্ম জন্মান্তরে আমি আমাদের কাহিনী লিখে যাবো, ভালো থেকো জুবিন।”
শুধু স্ত্রী হিসেবেই নয়, গরিমা ছিলেন জুবিনের সত্যিকারের বন্ধু, বিশ্বাসভাজন। শিল্পীর জীবনের বহু উত্থান-পতনের সাক্ষী তিনি। স্বামীর মৃত্যুর পরও তিনি থেমে যাননি। জুবিনের শেষ সিনেমা ‘রই রই বিনালে’ মুক্তির আলো দেখতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন গরিমা— যেন শিল্পীর স্বপ্ন এবং সৃষ্টিকে তিনি বাঁচিয়ে রাখতে পারেন।
উল্লেখ্য, সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে মৃত্যু হয় জুবিন গর্গের। অনুষ্ঠানে তাঁর পারফর্ম করার কথা ছিল। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা থাকলেও জানা যায়, স্কুবা ডাইভিং করার সময় পানিতে ডুবতে ডুবতে শ্বাসকষ্ট দেখা দেয় তাঁর। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচানো যায়নি।
জুবিন গর্গের জন্মদিনে এভাবে স্মৃতিতে ফিরলেন তিনি— আর অনুরাগীদের মনেও রয়ে গেল এক অমর শূন্যতা এবং গভীর ভালবাসা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।