বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

‘হাই কিক’ খ্যাত দক্ষিণ কোরীয় অভিনেতা লি সুন-জায়ে প্রয়াত

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ১৩:১০

সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার কিংবদন্তি অভিনেতা লি সুন-জায়ে ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি দীর্ঘ ছয় দশক ধরে কোরীয় মঞ্চ ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেতাদের একজন হিসেবে সমাদৃত ছিলেন।

লি সুন-জায়ে ১৯৩৪ সালে হোয়েরিয়ংয়ে (বর্তমানে উত্তর কোরিয়ার অংশ) জন্মগ্রহণ করেন। কোরীয় যুদ্ধের আগে তিনি সিউলে চলে আসেন এবং সিউল ন্যাশনাল ইউনিভার্সিটিতে ছাত্র থাকাকালীনই তার অভিনয় জীবনের সূচনা হয়। ১৯৫৬ সালে ‘বিয়ন্ড দ্য হরাইজন’ নাটকের মাধ্যমে মঞ্চে অভিষেক ঘটে।

ছয় দশকের কর্মজীবনে তিনি প্রায় ১৪০টি উল্লেখযোগ্য নাটকে অভিনয় করেছেন। ‘হাই কিক থ্রু দ্য রুফ’-এর মতো জনপ্রিয় সিটকমের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। এছাড়াও ‘দ্য কিং’স ফেস’, ‘নাবিলেরা’, ‘ডিয়ার মাই ফ্রেন্ডস’, ‘সেজং’, ‘ফাদার’স হাউজ’ এবং ‘দ্য গ্রেট কিং’সহ বহু স্মরণীয় কাজের মাধ্যমে তিনি দর্শকদের মুগ্ধ করেছেন।

লি সুন-জায়ে দক্ষিণ কোরিয়ার প্রথম প্রজন্মের টেলিভিশন অভিনেতাদের একজন হিসেবে পরিচিত। ১৯৬০-এর দশকে কোরীয় টেলিভিশনের পরীক্ষামূলক যুগ থেকে শুরু করে আজকের বিশ্বজুড়ে জনপ্রিয় কে-ড্রামার সঙ্গে তার সেতুবন্ধন অসামান্য। তার মৃত্যু দক্ষিণ কোরিয়ার বিনোদন জগতের জন্য একটি বড় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top