কন্যা সন্তানের বাবা হলেন অভিনেতা অপূর্ব
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ১৫:০৫
জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব বাবা হয়েছেন কন্যা সন্তানের। শুক্রবার (১২ ডিসেম্বর) নিজের ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি এই সুখবরটি জানান। পোস্টে নবজাতক কন্যার জন্য সবার দোয়া ও ভালোবাসা কামনা করেন অপূর্ব।
অপূর্ব লিখেছেন, “আলহামদুলিল্লাহ! অশেষ আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি যে আমাদের সুন্দর কন্যাসন্তান পৃথিবীতে আগমন করেছে। স্বাগতম, আমাদের সোনার মেয়ে আনায়া!”—এর সঙ্গে তিনি যুক্ত করেন তিনটি হৃদয় চিহ্ন।
নিজের অনুভূতি প্রকাশ করে তিনি আরও লিখেছেন, “আমাদের ছোট্ট রাজকন্যার জন্য দোয়া করবেন। আপনাদের অবিরাম ভালোবাসা ও সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ।”
উল্লেখ্য, ২০২১ সালের ২৯ আগস্ট উত্তরায় পারিবারিক আয়োজনে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানের সঙ্গে বাগদান সম্পন্ন করেন অপূর্ব। শুরুতে বিষয়টি পরিবারের বাইরে তেমন কেউ জানতেন না। তবে বাগদানের পর থেকেই বিয়ের গুঞ্জন শুরু হয়। পরবর্তীতে ওই বছরের ১ সেপ্টেম্বর বাগদানের কথা স্বীকার করেন তিনি এবং ২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই দম্পতি।
তারকা দম্পতির পরিবারে নতুন অতিথির আগমনে ভক্ত ও সহকর্মীদের পক্ষ থেকেও শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার বইছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।