শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

দুবাইয়ে শাহরুখের নামে ৫৫ তলা ভবন, প্রথম দিনেই সম্পূর্ণ বিক্রি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:২২

সংগৃহীত

এ যেন আক্ষরিক অর্থেই পঞ্চান্নতলা জুড়ে শাহরুখ খান। দুবাইয়ের আকাশরেখায় নতুন সংযোজন—শাহরুখ খানের নামে নির্মিত আকাশচুম্বী বাণিজ্যিক ভবন ‘শাহরুখজ বাই দানিয়ুব’। গত মাসেই এর উদ্বোধন হয়, যেখানে সশরীরে উপস্থিত ছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। উদ্বোধনী অনুষ্ঠানে আবেগাপ্লুতও হয়ে পড়েন কিং খান।

দুবাইয়ের শেখ জায়েদ রোডে অবস্থিত এই ৫৫ তলা বহুতলের মূল্য প্রায় ৫ হাজার কোটি টাকা। সম্প্রতি ভবনটির বুকিং শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই প্রথম দিনেই তা সম্পূর্ণ বিক্রি হয়ে গেছে, যা রিয়েল এস্টেট বাজারে এক অনন্য দৃষ্টান্ত তৈরি করেছে।

মঙ্গলবার রাতে দুবাই এক্সিবিশন সেন্টারে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে দর্শকে ঠাসা প্রেক্ষাগৃহে এই ঘোষণা দেন দানিয়ুব গ্রুপের কর্ণধার রিজওয়ান সজন। অনুষ্ঠানে কিং খানের পাশাপাশি উপস্থিত ছিলেন মালাইকা অরোরা, ফারহা খানসহ বিনোদন অঙ্গনের আরও পরিচিত মুখ।

অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শাহরুখ খান বলেন,

“আমার নামে তৈরি হওয়া একটি বহুতল, যা প্রথম দিনেই বিপুল অর্থের বিনিময়ে মানুষ কিনে নিয়েছেন—এটা দেখে আমি সত্যিই আপ্লুত। দুবাই সবসময় আমাকে দুহাত ভরে ভালোবাসা দিয়েছে, উষ্ণভাবে গ্রহণ করেছে। আজ সেই সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে গেল।”

দুবাইয়ের সঙ্গে শাহরুখ খানের দীর্ঘদিনের সম্পর্ক নতুন নয়। তবে নিজের নামে একটি আকাশচুম্বী ভবন এবং তার রেকর্ড গড়া বিক্রি—এই সাফল্য কিং খানের ক্যারিয়ারে যোগ করল এক ভিন্ন মাত্রার অর্জন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top