মালদ্বীপে মুগ্ধতা ছড়ালেন মিম
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৪
ঢালিউডের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম কাজের ফাঁকে ছুটি কাটাতে প্রায়ই দেশের বাইরে ভ্রমণ করেন। ভক্তমহলে তাকে ‘ভ্রমণকন্যা’ হিসেবে ডাকা হয়। এবারও সেই রূপে ব্যতিক্রম ঘটেনি; শীতের ছুটিতে তিনি মালদ্বীপে ভ্রমণে গিয়েছেন এবং সমুদ্রের তীরে একের পর এক খোলামেলা ও আবেদনময়ী মুহূর্তে ভক্তদের চমকে দিচ্ছেন।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি মালদ্বীপে কাটানো নানা মুহূর্তের ছবি প্রকাশ করছেন। সমুদ্রের পাশে বালিতে শুয়ে থাকা, সাদা ব্রালেট ও প্যান্ট পরে ওয়াটার ভিলার পেছনে বিশ্রাম করা এবং সমুদ্রের দিকে দুই হাত প্রসারিত করে দাঁড়ানো—সব ছবিই তার ভ্রমণ আনন্দ এবং ফ্যাশন সচেতনতা ফুটিয়ে তুলেছে। ছবি পোস্ট হতেই তা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
ব্যক্তিগত জীবন ও ভ্রমণের বাইরে, মিম বর্তমানে নতুন সিনেমার কাজেও ব্যস্ত। জানা গেছে, তিনি জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ-র সঙ্গে নতুন সিনেমায় কাজ শুরু করেছেন। এটি তাদের তৃতীয় বড় পর্দার জুটি। সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে ইতোমধ্যেই এক সপ্তাহ ধরে শুটিং চলছে। নতুন সিনেমার খবর ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।