শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

মানসিক বিষণ্ণতার ভয়াবহ আমি বুঝি : শুভশ্রী

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৬

সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী, যাকে টালিউডের ‘লেডি সুপারস্টার’ হিসেবেও অভিহিত করা হয়, সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিষণ্ণতা বা ডিপ্রেশনের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। অভিনেত্রী জানিয়েছেন, কর্মজীবনের সাফল্য ও সুন্দর পারিবারিক জীবন থাকা সত্ত্বেও তিনি মানসিক চাপের মুখোমুখি হয়েছেন।

শুভশ্রী বলেন, “আমি সেই সময় ডিপ্রেশনের মধ্যে দিয়ে গিয়েছি। যদিও বিশেষজ্ঞের সাহায্য নেওয়া হয়নি, তবে আমি বুঝেছিলাম ডিপ্রেশন ঠিক কী এবং এটি কতটা ভয়াবহ হতে পারে।” তিনি আরও বলেন, “শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাও একটি রোগ। কাউন্সেলিং বা ওষুধ নেওয়ায় কোনো খারাপ বিষয় নেই। সাহায্য নেওয়া প্রয়োজন।”

ব্যক্তিগত জীবনের এই চ্যালেঞ্জের মধ্যেও শুভশ্রী গাঙ্গুলীর কর্মজীবন ব্যস্ত। চলতি বছর মুক্তিপ্রাপ্ত তার সিনেমা ‘গৃহপ্রবেশ’ দর্শকদের কাছে ভালো সাড়া পেয়েছে। এছাড়া প্রায় ১০ বছর ধরে আটকে থাকা তার অন্য ছবি ‘ধূমকেতু’-ও এ বছর মুক্তি পেয়েছে। পাশাপাশি অভিনেত্রী অভিনীত সিরিজ ‘অনুসন্ধান’ সম্প্রতি দর্শকদের সামনে এসেছে।

শুভশ্রী গাঙ্গুলীর খোলাখুলি বক্তব্য এবং মানসিক স্বাস্থ্য সচেতনতার আহ্বান সামাজিক ও গণমাধ্যমে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top