বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

শীর্ষে ‘সেন্টিনেল’, নেটফ্লিক্সে দর্শকপ্রিয় যে সিনেমা

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৯ মার্চ ২০২১, ২০:০৯

ফাইল ছবি

বিশ্ব বিনোদনের সিংহভাগ দখল করে আছে মার্কিন বিনোদনধর্মী প্রতিষ্ঠান নেটফ্লিক্স। বিশ্বজুড়ে প্রায় ১৯ কোটি ৩০ লাখ গ্রাহক নির্দিষ্ট অর্থের বিনিময়ে নিয়মিত এই অনলাইন ভিডিও স্ট্রিমিং সাইট থেকে সিনেমা বা ওয়েব সিরিজ দেখেন।

অর্থ খরচ করে সাম্প্রতিক সময়ে নেটফ্লিক্সে কোন সিনেমা দেখছেন বেশির ভাগ গ্রাহক, সেই তালিকা তৈরি করেছে জনপ্রিয় মার্কিন সাময়িকী ফোর্বস। সেই তালিকার শীর্ষে আছে ফরাসি অ্যাকশন থ্রিলার সিনেমা ‘সেন্টিনেল’। গেল ৫ মার্চ মুক্তি পাওয়া সিনেমাটিতে অভিনয় করেছেন ওলগা কুরেলেনকো, মেরিলিন লিমা ও মিশেল নাবোকফ।২০২১ সালের ১৮তম সিনেমা আর চলতি মাসের তৃতীয় সিনেমা হিসেবে জুলিয়েন লেকার্কাক পরিচালিত ‘সেন্টিনেল’ সিনেমাটি নেটফ্লিক্সে সবচেয়ে বেশি দেখার তালিকায় স্থান করে নিয়েছে।

যদিও এর পাশা পাশি দেখা শীর্ষ  সিনেমা গুল হল সেন্টিনেল, মক্সি, বিগফুট ফ্যামিলি, ট্রেনিং ডে, দ্য ডার্ক নাইট, আই কেয়ার আ লট, বিগি: আই গট আ স্টোরি টু টেল, ক্রেজি, স্টুপিড, লাভ, আই অ্যাম লেজেন্ড, টু উইকস নোটিস ।

এনএফ৭১/ফামি/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top