করোনায় মারা গেলেন সঙ্গীত পরিচালক শ্রাবণ রাঠোর
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২১, ২০:০২

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বলিউডের বিখ্যাত সঙ্গীত পরিচালক শ্রাবণ রাঠোর মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর। সংক্রমিত হওয়ার পর বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন ’৯০ দশকের অন্যতম জনপ্রিয় এই সঙ্গীত পরিচালক।
ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন শ্রাবণ। ফুসফুসেও সংক্রমণ ছিল। করোনায় আক্রান্ত হলে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার (১৯ এপ্রিল) মাহিমের এসএল রাহিজা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ক্রমেই তার শরীর আরো খারাপ হতে থাকে। ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয় তাকে। বৃহস্পতিবার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্রাবণ।
’৭০ দশকে ভোজপুরি সিনেমার মাধ্যমে সঙ্গীত পরিচালক জুটি হিসেবে সফর শুরু করেছিলেন নাদিম-শ্রাবণ জুটি।‘আশিকি’র মাধ্যমে। এই ছবির জন্যই প্রথম ফিল্মফেয়ার পুরস্কার পান নাদিম-শ্রাবণ জুটি। তারপর একে একে ‘সাজন’, ‘ফুল অর কাঁটে’, ‘দিওয়ানা’, ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’, ‘রাজা’, ‘রাজা হিন্দুস্তানি’, ‘পরদেশ’, ‘ধারকান’, ‘রাজ’-এর মতো সিনেমায় নিজেদের সুরে শ্রোতাদের মুগ্ধ করেছেন।
শ্রেয়া ঘোষাল, আরমান মালিক, সেলিম মার্চেন্ট, জিৎ গাঙ্গুলিসহ বলিউডের সংগীত ভুবনের অনেকেই শ্রাবণ রাঠোরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। অন্যদিকে দীর্ঘদিনের সঙ্গীর বিদায়ে শোকাহত নাদিম। তিনি বলেন, ‘আমি ভেঙে পড়েছি। ভীষণ কষ্টে আছি। আমার এতদিনের বন্ধু, আমার সঙ্গী আর নেই। চারিদিকে এক গভীর শূন্যতা অনুভব করছি।’
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: শ্রাবণ রাঠোর
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।