বাংলাদেশ সেনাবাহিনীকে উৎসর্গ করে প্রকাশিত বিশেষ গান ‘মানবতার হোক জয়’
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, ১৭:৫১
বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে নির্মিত হয়েছে বিশেষ সংগীত ‘মানবতার হোক জয়’। দেশপ্রেম ও মানবিকতার বার্তা নিয়ে তৈরি এই গানটি লিখেছেন গীতিকবি ও কণ্ঠশিল্পী শফিক তুহিন, কণ্ঠ দিয়েছেন প্রত্যয় খান। গানটির সুর ও সংগীত পরিচালনাও করেছেন প্রত্যয় খান, আর গানচিত্রটি নির্মাণ করেছেন কিশোর নীল।
গত ৩১ অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে গানটি প্রকাশিত হয়। প্রকাশের পরপরই গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সেনাবাহিনীর মানবিক কর্মকাণ্ডকে নতুনভাবে উপস্থাপন করায় নেটিজেনরা গানটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।
গানটি প্রসঙ্গে শফিক তুহিন বলেন,
“বাংলাদেশ সেনাবাহিনীর জন্য গান করা আমার জন্য একদিকে আনন্দ, অন্যদিকে গৌরবের বিষয়। প্রত্যয় সুন্দর সুর করেছে, যা হৃদয় ছুঁয়ে যায়। গানচিত্রটিও বেশ নান্দনিকভাবে নির্মিত হয়েছে।”
এর আগে শফিক তুহিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে গেয়েছিলেন রবীন্দ্রসংগীত ‘তুমি রবে নীরবে’। এতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠে ছিলেন কণ্ঠশিল্পী বন্নি হাসান। গানটির সংগীত আয়োজন করেছিলেন সালমান জেইম, ভিডিও নির্মাণ করেন শুভব্রত সরকার। এতে মডেল ছিলেন জান্নাতি লিয়া, কোরিওগ্রাফিতে ছিলেন ইমরুল হাসান। গানটি প্রকাশিত হয় শফিক তুহিনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
দেশপ্রেম, মানবতা ও সৃজনশীলতার সমন্বয়ে তৈরি ‘মানবতার হোক জয়’ গানটি ইতোমধ্যে শ্রোতাদের মাঝে ছড়িয়ে দিচ্ছে এক অনুপ্রেরণার বার্তা।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।