‘তোমার জন্য মন’- সিনেমায় জুটি বাঁধলেন ইয়াশ-তটিনী
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, ১৮:২৩
নির্মাতা শিহাব শাহীন ধারাবাহিকভাবে ড্রামা, থ্রিলার ও রোমান্টিক গল্প নিয়ে কাজ করার পর এবার ওটিটির জন্য নতুন সিনেমা নিয়ে ফিরেছেন। সিনেমার নাম ‘তোমার জন্য মন’, যেখানে অভিনয় করছেন বর্তমান সময়ের জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী।
মোশন পোস্টার ও ট্রেলার প্রকাশের মাধ্যমে জানানো হয়েছে, আগামী ৬ নভেম্বর চরকিতে সিনেমাটি মুক্তি পাবে। নির্মাতা শিহাব শাহীন বলেন, সিনেমার গল্পের ধরন অনুযায়ী এমন একটি জুটি প্রয়োজন ছিল যারা অনস্ক্রিন এবং অফস্ক্রিন দু’ জায়গায় কাজের বোঝাপড়া রাখে। সেই হিসেবে নির্বাচিত হয়েছেন ইয়াশ ও তটিনী।
‘তোমার জন্য মন’ মূলত মফস্বলে বেড়ে ওঠা দুই তরুণের সম্পর্কের গল্প, যা একটি ফিল-গুড রোমান্টিক কনটেন্ট হিসেবে তৈরি হয়েছে। তটিনী জানান,
“গল্পটা অর্ধেকের মতো শুনে যা ধারণা করেছিলাম, তা হয়নি; বরং অপ্রত্যাশিত কিছু পেয়েছি। এটা আমাকে আকৃষ্ট করলো কাজটি করার জন্য।”
সিনেমায় রওনক চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান, যার চরিত্র নিজের পরিচয় ও কর্মে এগিয়ে যেতে চায়। ইয়াশ বলেন,
“স্ক্রিপ্ট পাওয়ার পরেই বুঝলাম, কাজটি করা উচিত। অন্য যে সব কাজে ব্যস্ত ছিলাম, সেগুলো ম্যানেজ করে শিহাব শাহীন ভাইয়ের সিনেমাটিতে কাজ করেছি।”
শুটিং হয়েছে যশোর ও কক্সবাজারে, যেখানে নতুন লোকেশন ও ইমেজ ব্যবহার করা হয়েছে। তবে চরিত্রগুলো যশোরের আঞ্চলিক ভাষায় কথা বলবে না, যা সিনেমাটিকে আরও স্বতন্ত্র করেছে।
চরকির অরিজিনাল ফিল্মে ইয়াশ-তটিনী ছাড়াও অভিনয় করেছেন সমু চৌধুরী, সাবিহা জামান, সালাহউদ্দিন লাভলু এবং আরও অনেকে অতিথি চরিত্রে।
সিনেমা প্রেমিকরা ৬ নভেম্বর থেকে চরকিতে এই নতুন রোমান্টিক গল্প উপভোগ করতে পারবেন।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।