‘সালমান শাহ থাকলে বাংলাদেশের ইন্ডাস্ট্রি বলিউডের চেয়েও এগিয়ে যেত’ — অভিনেত্রী অহনা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, ১৮:০৬
বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির কিংবদন্তি অভিনেতা সালমান শাহ–কে নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন অভিনেত্রী অহনা। তার মতে, সালমান শাহ বেঁচে থাকলে বাংলাদেশের সিনেমা আজ বলিউডের চেয়েও এগিয়ে থাকত।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অহনা বলেন,
“সালমান শাহ যদি থাকতেন, তাহলে বাংলাদেশের ইন্ডাস্ট্রি বলিউডের চেয়েও এগিয়ে যেত। কারণ, তিনি ছিলেন যুগান্তকারী এক নায়ক। তার মতো নায়ক শুধু বলা যায় না— সেই জায়গায় পৌঁছানো সহজ নয়।”
তিনি আরও বলেন,
“শাহরুখ খান, গৌরী খান, সালমান শাহ ও তার স্ত্রীর একটি ছবি সবসময় সামনে আসে। ওই ছবিটাই প্রমাণ করে, সালমান শাহ কতটা আধুনিক ও সময়ের চেয়ে এগিয়ে ছিলেন। আজও অনেকে তার স্টাইল নকল করে। কিন্তু তার মতো ব্যক্তিত্ব আর কেউ হতে পারে না।”
অহনার মতে, সালমান শাহ বেঁচে থাকলে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে আন্তর্জাতিক মেলবন্ধন তৈরি হতো।
“ভাবুন তো, সালমান শাহ আর শাহরুখ খান একসঙ্গে সিনেমা করলে কী হতো! তখন বাংলাদেশের অভিনেতারা বলিউডে কাজ করতেন, আর বলিউডের তারকারা আসতেন ঢালিউডে। সেই স্বপ্ন সত্যি হতে পারতো, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তা আর সম্ভব হলো না,” — বলেন অহনা।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজ বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহের মরদেহ উদ্ধার করা হয়। এরপর থানা–পুলিশ, সিআইডি, র্যাব, পিবিআইসহ একাধিক সংস্থা তদন্ত চালায়। সব প্রতিবেদনে ঘটনাটিকে আত্মহত্যা বলা হলেও, সালমান শাহের পরিবার বরাবরই সেই সিদ্ধান্তের বিরোধিতা করেছে এবং পুনরায় তদন্তের দাবি জানিয়ে আসছে।
বাংলাদেশি সিনেমার এই ক্ষণজন্মা নায়ক আজও কোটি ভক্তের হৃদয়ে বেঁচে আছেন, আর তার প্রভাব এখনো অনুভূত হয় দেশের চলচ্চিত্রে।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।