রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

পুরনো দিনের স্মৃতিতে মুনমুন: “সেই সময়গুলো ছিল আমার জীবনের শ্রেষ্ঠ সময়”

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, ১৮:০৪

সংগৃহীত

এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মুনমুন এখন আর নিয়মিত পর্দায় দেখা যায় না। দীর্ঘ বিরতির পর কয়েক বছর আগে কিছু চলচ্চিত্রে অভিনয় করলেও আগের মতো সাড়া পাননি তিনি। তবে অভিনয় থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এই তারকা। মাঝে মধ্যেই নিজের জীবনের পুরনো স্মৃতি, অভিজ্ঞতা ও মতামত ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি।

রবিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরনো ছবি শেয়ার করেছেন মুনমুন। ছবিতে তাকে দেখা গেছে এক সহকারী পরিচালকের সঙ্গে। জানালেন, এটি তার অভিনীত ‘শত্রু সাবধান’ সিনেমার শুটিংয়ের সময়ের ছবি।

ছবির ক্যাপশনে মুনমুন লিখেছেন,

“‘শত্রু সাবধান’ ছবির আউটডোর শুটিং কক্সবাজারে করছিলাম। এর মাঝে সহকারী পরিচালক ভাইয়া এসে বললেন, মুনমুনের সঙ্গে একটা ছবি তুলে রাখি। আমিও খুশি হয়ে ছবি তুললাম একসঙ্গে। ভাইয়ার নাম শেখ শামীম ভাই। ধন্যবাদ মোতালেব ফরাজি ভাই, নাম মনে করিয়ে দেওয়ার জন্য।”

এরপর তিনি আরও যোগ করেন,

“স্মৃতিটা ছবি হয়ে রয়ে গেছে। তখনকার আমাকে দেখে ভীষণ আফসোস হয়। সেই দিনগুলো কত ভালো ছিল! এক কথায় বলা যায়, আমার জীবনের শ্রেষ্ঠ সময়।”

অভিনয়ের পাশাপাশি মুনমুনের ইচ্ছে ছিল গায়িকা হওয়ার। সেই স্বপ্নও আংশিক পূরণ করেছেন তিনি। বছর চারেক আগে প্রকাশিত হয় তার কণ্ঠে গান ‘বাউলা মাইয়া’।

উল্লেখ্য, ১৯৯৬ সালে ‘মৌমাছি’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটে মুনমুনের। দীর্ঘ ক্যারিয়ারে তিনি শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এবং এক সময় ছিলেন বাংলা চলচ্চিত্রের শীর্ষ জনপ্রিয় নায়িকাদের একজন।

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top