আসছে বহুল সমালোচিত ‘থ্রি সিক্সটি ফাইভ ডেইজ’-এর দ্বিতীয় পর্ব
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৮ মে ২০২১, ২১:৪০
নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিনেমার মধ্যে বহুল আলোচিত ও সমালোচিত হয়েছিল পোলিশ ভাষার ‘থ্রি সিক্সটি ফাইভ ডেইজ’ সিনেমাটি। গেল বছর নেটফ্লিক্সে সিনেমাটি মুক্তি পেলে পুরো বিশ্বেই আলোড়ন তোলে। সমালোচনার পাশাপাশি দর্শকের কাছে পেয়েছে তুমুল জনপ্রিয়তাও।
মিশেল মরোন এবং আন্না মারিয়া অভিনীত এই সিনেমাটি পরিচালনা করেছেন বারবারা বিয়ালওয়াস।
সিনেমাটি প্রথম পর্বের গল্পের জন্য দারুণ আলোচিত হয়েছিল। তাই পোলিশ ভাষার এ সিনেমাটি বেশ বড় একটি সংখ্যার ভক্তকুল গড়ে নিয়েছে বিশ্বজুড়ে। সেই চাহিদার কথা ভেবেই দ্বিতীয় পর্ব আসছে ‘থ্রি সিক্সটি ফাইভ ডেইজ’ সিনেমাটির।
ব্লাংকা লিপিংস্কার প্রথম উপন্যাস ‘ট্রাইওলজি’ গল্পের ওপর ভিত্তি করে নির্মিত হয় সিনেমাটি। এক সুন্দরীর প্রেমে পড়ে গিয়ে এক যুবক গডফাদারের নানা কীর্তি কাহিনি নিয়ে গড়ে উঠা এর গল্প জয় করেছে কোটি দর্শকের মন। তাদের জন্যই দ্বিতীয় কিস্তির কাজ চলছে। দিন কয়েক আগে শুটিংও শুরু হয়েছে।
সম্প্রতি অভিনেতা মিশেল মরোন তারেক ইনস্টাগ্রাম নোটে লেখেন, 'স্বাগতম মেসিমো। শুটিংয়ের প্রতিটি দিন তোমাকে মিস করেছি।'
অপরদিকে আন্না মারিয়া তার এক নোটে লেখেন, 'আজকে অসাধারণ একটি দিন। অবশেষে আমরা ফিরে আসলাম। এবার ভালো কিছু সময়ের অপেক্ষায়। নেটফ্লিক্সের সঙ্গে কাজ করতে পেরে অবশ্যই নিজেকে সম্মানিত বোধ করছি। আশা করছি, সিনেমাটির শুটিং যথাসময়ে শেষ হবে।'
এনএফ৭১/ফামি/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।